নাটোর জেলার সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নের ৯নং আনন্দনগর ওয়ার্ডের স্থানীয়রা এক ব্যতিক্রমী মানববন্ধনের আয়োজন করেছেন। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলন করেও ফল না পাওয়ায়, অবশেষে কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান তারা।
স্থানীয়রা জানান, ওই রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি বহুবার শুনেছেন তারা। বিভিন্ন সময় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। ফলে বর্ষা মৌসুমে রাস্তায় হাঁটাচলা তো দূরের কথা, শিক্ষার্থী ও রোগী পরিবহনেও দেখা দেয় ভয়াবহ দুর্ভোগ।
আন্দোলনকারীদের দাবি, তারা কোনো রাজনীতি নয়, শুধু ন্যায্য উন্নয়ন চায়। তাদের শিশুদের স্কুলে যাওয়া, কৃষকের মাঠে যাওয়া কিংবা সাধারণ মানুষের চলাফেরা—সবই যেন দুর্বিষহ হয়ে উঠেছে।
তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা আর আশ্বাস শুনতে চাই না, বাস্তব কাজ দেখতে চাই। যেন আগামী বর্ষায় এই দুর্ভোগ আর না হয়।”
এই ব্যতিক্রমী প্রতিবাদ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই মানবিক দাবির যথাযথ পদক্ষেপ নেয় কিনা।
১ ঘন্টা ২৫ মিনিট আগে
১ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ১৭ মিনিট আগে
২ ঘন্টা ৪২ মিনিট আগে
২ ঘন্টা ৪৫ মিনিট আগে
২ ঘন্টা ৫১ মিনিট আগে