ছাত্রদের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন হ্যারিস ও ট্রাম্প শক্তিশালী হতে পারে নিম্নচাপটি, তিন নম্বর সতর্কতা বাংলাদেশে পালিয়ে এলেন আরো ৫০০ রোহিঙ্গা ‘জাতীয় নাগরিক কমিটি’র আত্মপ্রকাশ বিকেলে ডেঙ্গুতে আরো তিন মৃত্যু, আক্রান্ত ৪০৩ বানিয়াচংয়ের বিথঙ্গল আখড়ায় বাড়ছে পর্যটকের সংখ্যা দেবহাটার নাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা সীমান্ত থেকে মানব পাচারের অভিযোগে আটক তিন সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক এমপি হাবিব শ্রদ্ধা, প্রশংসা ও সহকর্মীর অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন এসপি মতিউর রহমান সিদ্দিকী সাতক্ষীরা কালিগঞ্জে দ্বৈত নাগরিক শিক্ষক নারায়ণ চন্দ্রের দাপটে অতিষ্ট লোহাগাড়ায় পুকুরের পানিতে পড়ে এক কিশোরের মৃত্যু। আলকরা ইউনিয়নে প্রবাসী কল্যাণ পরিবারের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত মিরসরাইয়ে বিএনপির মতবিনিময় সভা ব্যাংক থেকে নগদ টাকা তোলার বেঁধে দেওয়া সীমা প্রত্যাহার মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও বন্যায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল অভয়নগর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের কমিটি গঠন গাজী লাশের রাজনীতি করেছে, আমরা উন্নয়নের রাজনীতি করবো- দিপু ভুঁইয়া

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির প্রক্রিয়া শুরু

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়ের প্রক্রিয়া শুরু করেছে সরকার। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে রাশিয়ার কাছ থেকে সরাসরি জ্বালানি তেল কেনার ব্যাপারে উপায় খোঁজার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর কাজ শুরু করেছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 


গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি নিদের্শনা আসার পর পরই জ্বালানি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তেল আমদানি করতে যাচ্ছে। তবে আপাতত ক্রুড অয়েল (অপরিশোধিত) আমদানি করা হবে। কারণ দেশে মাত্র ৩০ দিনের ডিজেল এবং ১৮ দিনের অকটেন-পেট্রোল মজুত আছে। সেগুলো শেষ হওয়ার আগেই আমদানি করতে হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 


বিপিসির পরিচালক (অপারেশন্স ও পরিকল্পনা) অতিরিক্ত সচিব খালিদ আহম্মেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আপাতত ক্রুড অয়েল আমদানি করতে ইচ্ছুক। পরিশোধিত তেল আমদানিতে খরচ বেশি। ক্রুড অয়েল কিছুটা কম খরচে আমদানি করা যায়। দেশে আসা অপরিশোধিত তেল রিফাইনারিতে পরিশোধিত হয়ে বাজারজাত হয়। দেশে অবস্থিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) তেল পরিশোধন-ক্ষমতা ১৫ লাখ টন, যা চাহিদার তুলনায় বেশ কম। তিনি বলেন, ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে কাজ চলছে। এরই মধ্যে দ্বিতীয় ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রততম সময়ের মধ্যে ঠিকাদার নিয়োগ করা হবে। এ ইউনিট নির্মিত হলে তেল পরিশোধনের সক্ষমতা গিয়ে দাঁড়াবে ৪৫ লাখ টনে, যা আমদানি খরচের চাপ অনেকটাই কমিয়ে দেবে।


বিশেষজ্ঞরা বলছেন, সরকারের উচিত রাষ্ট্রীয় সংস্থার ওপর নির্ভর না করে ব্যক্তি খাতে জ্বালানি তেলের অনুমতি দেয়া। এতে প্রতিযোগিতা বাড়বে, পরিবর্তন আসবে জ্বালানির মূল্যনির্ধারণ পদ্ধতিতে। এলপিজি গ্যাসের ক্ষেত্রে ব্যক্তি খাতকে জড়িত করার পর নৈরাজ্য অনেকটাই কমে এসেছে। জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিপিসিকে লোকসানের হাত থেকে বাঁচাতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। বিপিসির পিঠ এখন দেওয়ালে গিয়ে ঠেকায় পরিস্থিতি খারাপ হয়েছে। বিপিসি তেল আমদানি বন্ধ করতে প্রায় বাধ্যই হচ্ছিল। মূল্য সমন্বয় করা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না।


গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) দাবি-- সরকার চাইলেই জ্বালানি তেলের কর প্রত্যাহার বা কমিয়ে মূল্যবৃদ্ধি এড়ানো যেত। ভর্তুকি সম্পদের অপচয় করে। এছাড়া এটি ধনী-গরিব সবাই পায়। তাই ভর্তুকি তুলে দিতেই হবে। এটি আইএমএফের শর্তে হোক বা না হোক। এটি অবশ্য ধীরে ধীরে করা যেত। কিন্তু সংশ্লিষ্ট সংস্থাগুলোর দুর্নীতি-অপচয় বন্ধ করতে না পেরে জ্বালানি তেলের উচ্চ মূল্যবৃদ্ধি জনগণের ওপর চাপিয়ে দেয়া হয়েছে।


বিপিসির লাভ-লোকসানের হিসাব জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়ে সিপিডি বলেছে, গত ছয় বছরে বিপিসি ৪৬ হাজার কোটি টাকা লাভ করেছে। সেখান থেকে সরকার নিয়েছে ১০ হাজার কোটি টাকা। বাকি ৩৬ হাজার কোটি টাকা কোথায়? বলা হচ্ছে, ওই টাকার মধ্যে ৩৩ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। কিন্তু কোথায় সেই বিনিয়োগ হয়েছে, সে তথ্য জনসম্মুখে আনা হোক। তাছাড়া তেল বিক্রি থেকে চলতি বছরও বিপিসি ১ হাজার ২৬৪ কোটি টাকা লাভ করেছে বলে অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায় সিপিডি। 


সিপিডির সিনিয়র গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, অর্থ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সূত্রে যে খতিয়ান দেখতে পাই, তাতে নিজস্ব অর্থায়নে ১১টি প্রকল্পের তথ্য পেয়েছি। সেখানে ব্যয় হবে ৮ হাজার কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে মাত্র পাঁচটি প্রকল্প চলমান রয়েছে। বাকিগুলো বন্ধ। তাহলে বিপিসির টাকা কোথায়? আমরা অবশ্য জানতে পেরেছি বিভিন্ন ব্যাংকে বিপিসির ২৫ হাজার ২৬৪ কোটি টাকা জমা রয়েছে। তাহলে ওই টাকা কোন টাকা? এছাড়া বাকি টাকা কোথায়? আমার ধারণা বাকি টাকাও বিপিসির হিসাবেই রয়েছে। আর তা-ই যদি হয়, তাহলে কেন লোকসান দেখিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো? তিনি আরও বলেন, চলতি অর্থবছরেও ৫ হাজার ৯০৩ কোটি টাকা বিনিয়োগ করবে বিপিসি। আমি অবাক হয়ে যাচ্ছি, জনগণের মাথায় বোঝা চাপিয়ে বিপিসি কোথায় বিনিয়োগ করবে?


বুয়েটের সাবেক অধ্যাপক ইজাজ হোসেন বলেন, ভর্তুকি প্রত্যাহার সমর্থন করি কিন্তু যেভাবে করা হয়েছে, এটাকে সমর্থন করি না। দেশের অর্থনীতির সবচেয়ে খারাপ সময়ে সরকার জ্বালানি তেলের কর তুলে দিতেই পারে। বরং দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে।


এটা বৈষম্যমূলক।


জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ছয় মাসে (ফেব্রুয়ারি-জুলাই) বিপিসির লোকসান আট হাজার কোটি টাকা। এ সময় দৈনিক লোকসান গুনতে হয়েছে ৯০ কোটি টাকা। লোকসান ঠেকাতে সরকারের ভর্তুকির পরিমাণ কমিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়।


বিশ্ববাজারে তেলের দাম কমলেও বিপিসির লোকসানের অঙ্ক দেখিয়ে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ৯ মাসের বিরতিতে তেলের দাম গড়ে ৪৭ শতাংশ বাড়ানো হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ২২ মে পর্যন্ত প্রতি বিপিসি মুনাফায় ছিল। ২০২১-২০২২ অর্থবছরের মে (২০২২) পর্যন্ত বিপিসি মুনাফা করেছে এক হাজার ২৬৩ কোটি ৭৮ লাখ টাকা।


অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের তথ্যানুসারে, নিয়মিত পরিচালন খরচ এবং অন্যান্য কর দেওয়ার পরও বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসাবে বিপিসির রয়েছে ৩২ হাজার কোটি টাকা। বিদ্যমান আমানতের টাকা দিয়ে আরও ১৪ মাস তেল সরবরাহ করতে পারত বিপিসি। 


বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের তথ্যমতে বিপিসির তিনটি বিতরণকারী কোম্পানি-- পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানির ১৩ হাজার কোটি টাকার বেশি ব্যাংক আমানত রয়েছে। এই আমানত দিয়ে আাগের দামে আরও পাঁচ মাস তেল বিক্রি করতে পারত কোম্পানিগুলো।



আরও খবর




66d87cbc2644c-040924092900.webp
বৃহস্পতিবার থেকে সব পোশাক কারখানা খোলা

৩ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে




66d7d13085e81-040924091704.webp
যে কারণে ৫, ১০ ও ২০ টাকার নোট পরিবর্তন

৪ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে