মিরসরাই সমিতির সংযুক্ত আরব আমিরাতের কার্যকরী কমিটির অভিষেক ও নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপা প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা: আহবায়ক ডাবলু, সদস্য সচিব শিহাব সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের ১ দফা দাবিতে প্রতিবাদী মশাল মিছিল শান্তিগঞ্জে সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য নিজাম গ্রেফতার যুক্তরাজ্য যুবদল নেতা শেখ নাসির উদ্দীনকে কালিগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে নোয়াখালীর জেলাপরিষদ চেয়ারম্যান পিন্টুর বাড়িতে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগ লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, যা মানব দেহের জন্য ক্ষতিকারক। স্নেহের তৃষ্ণা রাজশাহী ও রংপুর বিভাগীয় সমাবেশ ঘিরে বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রস্তুতি সভা উলিপুরে ২০ মামলার মাদক কারবারি আটক ঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ১০৫টি পরিবার পেল নতুন ঘর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ইবি শিবিরের মিষ্টি বিতরণ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি-সংগঠন নিষিদ্ধ করা যাবে, অধ্যাদেশ অনুমোদন সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, তাণ্ডব চালাবে দুই বিভাগে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মহাদ্দিস আবু তালহা (রহ:) এর কবর জিয়ারত ও স্মৃতিচারণ বরিশালে শিক্ষার্থীদের উপর হামলা ঘটনায় বিক্ষোভ তাপদাহে পুড়ছে মোংলা,প্রাণীকুলে নাভিশ্বাস শ্রীমঙ্গলে নারী মাদক ব্যবসায়ির বসতঘরে মিললো ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা, ইয়াবাসহ গ্রেফতার-৫

জিয়াকে 'খুনি' বলায় হোসনে আরা এমপিকে 'রাজনৈতিক প্রতিবন্ধী' আখ্যা দিলেন সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু


বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'খুনি' বলায় জামালপুর-শেরপুর-৩১৮ সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরাকে 'রাজনৈতিক প্রতিবন্ধী' আখ্যা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতান মাহমুদ বাবু।

মঙ্গলবার (২৮ ফেবু্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের তিনি এই প্রতিক্রিয়া জানান।

এর আগে ওইদিন বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের চিনাডুলী পশ্চিমপাড়া গ্রামে গাজির বাড়িতে 'শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক' এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'খুনি' বলে আখ্যা দেন। 

এনিয়ে গণমাধ্যমে একটি খবর দেখতে পান বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু।

পরে মোবাইল ফোনে এ প্রতিবেদককে তিনি বলেন, ‘এমপি হোসনে আরা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে নিয়ে বিষোদ্‌গার করেছেন। যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। 'রাজনৈতিক প্রতিবন্ধী' না হলে মহান মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরে নেতৃত্বদানকারীকে নিয়ে কেউ এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করতে পারেন না। মনে রাখতে হবে, জিয়াউর রহমান 'বীরউত্তম' উপাধিতে ভূষিত। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। মুক্তিযুদ্ধের পরতে পরতে জিয়াউর রহমানের অবদান রয়েছে।  বিএনপি নয়। বরং আওয়ামী লীগই ইতোমধ্যে 'খুনির দল' হিসেবে পরিচিত লাভ করেছে। সেকারণেই জনগণ তাদের ভোট দেয় না।  বাংলাদেশের মানুষ জানে, হোসনে আরার দল আওয়ামী লীগই খুন-খায়াবির মধ্য দিয়ে চরদখলের ন্যায় রাষ্ট্রীয় ক্ষমতা জবরদখল করে রেখেছে।'

সুলতান মাহমুদ বাবু আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ভাগিয়ে নিতে দলীয় হাইকমান্ডের দৃষ্টি ফেরাতে একশ্রেণির 'রাজনৈতিক প্রতিবন্ধী' আওয়ামী নেতারা গণমানুষের দল বিএনপির বিরুদ্ধে বানোয়াট ও কাল্পনিক তথ্য ছড়াচ্ছে। জনগণকে তাদের দলে ভিড়াতে তারা মনগড়া তথ্য উপস্থাপন করে যাচ্ছে। তাদের হীন কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই গায়েবি মামলায় হয়রানি করছেন হোসনে আরারা। কাজেই হোসনে আরা যা বলেছে, তা সবই উদ্দেশ্যপ্রণোদিত।'

সাবেক এই এমপি বলেন, ‘ভাঁওতাবাজিতে ক্ষমতা কুক্ষিগত রেখে এখন আওয়ামীবাদীরা ইচ্ছা মতো বানোয়াট তথ্য চাউর করছে। জনগণ তাদের হাস্যকর তথ্য বিশ্বাস করে না। বিএনপি যেমন নাশতার পথে চলে না। তেমনই ষড়যন্ত্রও করে না। বরং আওয়ামী লীগই ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না যেতে পারে। উদ্দেশ্য হাসিল করতে আওয়ামী লীগ বিচারের নামে তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রীকে বেগম খালেদা জিয়া ফরমায়েশী রায়ে দণ্ড দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে বিদেশে টাকা পাচার করা হয়নি। বরং আওয়ামী লীগের আমলেই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এখনো হচ্ছে।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের নাম ভাঙিয়ে লুটপাট চালিয়ে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। তারা দেশের ভালো বোঝে না। তারা যা করে, তা মুখে বলে না। যা বলে তা বাস্তবতায় মিলে না। আমরা হোসনে আরার শিষ্টাচার বহির্ভূত উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক কাণ্ডজ্ঞানহীন বানোয়াট  মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।'

আরও খবর

681f8beb54bea-100525112459.webp
নিষিদ্ধ হলো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ

১ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে