কৃষি নির্ভর বাংলাদেশে অন্যন্য রবি ও খরিপ শস্যের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে কৃষকদের হাইব্রীড গমের চাষবাদে উৎসাহিত করে দেশে গমের চাহিদা যোগানে কিছুটা অবদান রাখতে এব গমের আমদানিতে পরনির্ভরশীলতা কমিয়ে আনতে বাংলাদেশে হাইব্রীড গমের অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দিনাজপুর গম ও ভূট্রা গবেষনা ইন্সটিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
২২মার্চ বুধবার সকাল ১০টায় দিনাজপুর গম ও ভুট্রা গবেষনা ইন্সটিটিউটের সেমিনার হলে বাংলাদেশে হাইব্রীড গমের অবস্থান ও সম্ভাব্যতা নিয়ে এক মতবিনিময় ও প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
হাইব্রীড গমের সম্ভাব্যতা নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় গম ও ভুট্রা গবেষনা ইন্সষ্টিটিউটের সিএসও প্রশিক্ষন,পরিকল্পনা ও প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা ভ.সালাউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন গম ও ভুট্রা গবেষণা ইন্সষ্টিটিউটের মহাপরিচালক ড.গোলাম ফারুক,আমন্ত্রিত বিশেষ অথিতিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রজনন ইন্সষ্টিটিউট সিডনী,অষ্ট্রেলিয়া থেকে আগত গবেষক ড.রেবেকা সেফার্ড,রংপুর বিভাগের ডিএই এর সহকারি পরিচালক আফতাব হোসেন,গম ও ভুট্রা গবেষণা ইন্সষ্টিটিউট,দিনাজপুরের অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু জামান সরকার,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গম ও ভুট্রা গবেষনা ইন্সষ্টিটিউট দিনাজপুরের গম প্রজনন বিভাগের প্রধান ড.এমএ হাকিম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় অষ্ট্রেলিয়ার সিডনি উদ্ভিদ প্রজনন বিভাগের গবেষক ড,রেবেকা শেফার্ড বলেন আবহাওয়ার অনুকুলে হাইব্রীড গমের চাষা কৃষক ও কৃষিক্ষেত্রে এক গুরুত্পূর্ন ভূমিকা রাখতে পারে।দেশে গমের চাহিদা পূরণ ও আমদানি নির্ভরতা অনেকাংশ হ্রাস পাবে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। প্রধান অথিতি ড.গোলাম ফারুক বলেন দেশে বর্তমান গমের উৎপাদন ১২লক্ষ মেট্রিকটন, হাইব্রীড গম চাষাবাদে প্রতিবছর শতকরা ২০ভাগ বৃদ্ধি পায় তাহলে বছরে ২লক্ষ ৪০হাজার মেট্রিকটন গম বেশী উৎপাদন হবে।এর ফলে বছরে দেশের চাহিদা মেটাতে যে পরিমান গম বহিঃবিশ্ব থেকে আমদানি করতে হয় তা অনেকাংশ হ্রাস পাবে।এছাড়াও হাইব্রীড সীড প্রোডাকশন এর ক্ষেত্রে জনবলের প্রয়োজন হবে এক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্ব অনেকাংশ হ্রাস পাবে।বর্তমানে দিনাজপুর গম ও ভুট্রা গবেেষণা ইন্সষ্টিটিউটে পরীক্ষলব্দ্ধভাবে বারি তিন জাতের গমের বীজ উৎপাদন করা হচ্ছে।এছাড়া অষ্ট্রেলিয়া থেকে আমদানীকৃত হাইব্রীড গমের বীজ ছয় সাড়িতে রোপন করা হয়েছে।তবে দেশীয় উৎপাদিত বারি গমের বীজ অনেক ভালো।তবে হাইব্রীড গমের বীজ বপনে কৃষকদের উৎসাহিত করতে পারলে দেশে গমের চাহিদা কিছুটা পুরনের পাশাপাশি অর্থনীতিতে এক গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে গম আমদানি অনেকাংশ হ্রাস পাবে।
১৬ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে