হাফিজের চোখে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে খেলবে যে ৪ দল মোদি ফের ক্ষমতায় গেলে দেশের সংবিধানই থাকবে না: মমতা ডিবি কার্যালয় থেকে বের হয়ে যা বললেন মামুনুল হক এবার এক লাফে যত বাড়ানো হলো স্বর্ণের দাম নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, শতভাগ পাস, শিক্ষার্থীদের সংবর্ধনা বিচ্ছুর বন্যপ্রাণী সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নাফনদী থেকে দুই কাঁকড়া শিকারীকে অপহরণ করেছে আরসা আবহাওয়া অধিদপ্তর যা জানাল সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘রেমাল’ নিয়ে বিশ্বকাপে টাইগাররা কে কোথায় ব্যাটিং করবেন, জানিয়ে দিলেন পাপন কোম্পানীগঞ্জে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ সাংবাদিক প্রবেশের বিষয় স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী নতুন কারিকুলামে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে স্কুল কমিটি ও অভিভাবকদের মতবিনিময় কুড়িগ্রামে বিশ্ব উচ্চরক্তচাপ দিবস পালিত কক্সবাজার পিটিআইয়ে প্রশিক্ষণরত শিক্ষিকার মৃত্যু গলাচিপা উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১৫ জন ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে। পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন সম্পাদক জুয়েল শেখ নির্বাচিত ঈশ্বরগঞ্জে বিশ্ব উচ্চ রক্তচাপ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা সিরাজগঞ্জ পৌরসভার কর্মচারী ইউনিয়নের সভাপতি হান্নান খান, সম্পাদক আল আমিন

বেইলি রোডের অভিজাত ইফতার দামেও চড়া

রমজানে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইফতারের বেশ সুখ্যাতি আছে। রোজার দিনগুলোতে সেখানে বাহারি ইফতার পণ্যের পসরা বসে। দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। তবে শুধু চকবাজারই নয়, রাজধানীর বেইলি রোডের অভিজাত ইফতারও বেশ ঐতিহ্যবাহী। পুরান ঢাকার পাশাপাশি রমজান মাসে বেইলি রোডেও ইফতার বিক্রির হিড়িক পড়ে। এখানেও বিক্রি হয় নানা ধরনের ইফতারসামগ্রী।


রমজানের দ্বিতীয় দিন শনিবার (২৫ মার্চ) দুপুরে বেইলি রোডের ইফতার বাজার ঘুরে দেখা গেছে, সেখানে ইফতারির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। নগরীর নানা প্রান্ত থেকে ক্রেতারা আসছেন ইফতার কিনতে। দোকানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। বিক্রেতারা জানিয়েছেন, পুরো রমজানজুড়েই তাদের বেচাকেনা ভালো থাকে। এবারও তারা ভালো ব্যবসা প্রত্যাশা করছেন। তবে ক্রেতারা জানিয়েছেন, এ বছর ইফতার পণ্যের দাম অনেক বেশি। চড়া দামে ইফতার পণ্য কিনতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন।


বেইলি রোডের এই দোকানগুলোতে বছরের অন্য সময় ফাস্টফুড ও পিঠা বিক্রি হলেও রমজানে দোকানিরা ইফতারসামগ্রী বিক্রিতেই ব্যস্ত থাকেন। প্রতিদিন বিকেল ৩টা থেকে বেচাকেনা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।


জানা গেছে, সেখানকার দোকানগুলোর মধ্যে নবাবী ভোজ, পিঠা ঘর, জাগেরী রেস্টুরেন্ট ও ক্যাপিটাল ইফতার বাজার ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে। এসব রেস্টুরেন্টে ইফতারসামগ্রীর মধ্যে বিভিন্ন ধরনের চপ, কাবাব, কাচ্চি বিরিয়ানি (খাসি), ফিরনি, খাসির লেগ রোস্ট, বোরহানি, চিকেন রোস্ট (আস্ত), চিকেন ফ্রাই, চিকেন সমুচা, চিকেন ললি, মগজ ভুনা, খাসির হালিম, খাসির গ্রিল চাপ, গরুর চাপ, লুচি, ভেজিটেবল রোল, স্প্রিং রোল, কিমার চপ, পেঁয়াজু, বেগুনি, বেসন চপ, ছোলা, বাসমতির জর্দা, চাটনি, পনির সমুচা, নিমক পোড়া, বুন্দিয়া, হালিম, দইবড়া ও কিমা পরোটা এখানে খুব জনপ্রিয়।


বাজার ঘুরে দেখা গেছে, এ বছর সব ধরনের ইফতার পণ্যের দাম বেড়েছে। বিফ শিক কাবাব ২০ টাকা, মাটন বঁটি কাবাব ১০ টাকা, চিকেন বঁটি কাবাব ১০ টাকা এবং অন্য সব ইফতার পণ্যের দাম ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।


রাজধানীর মালিবাগ থেকে বেইলি রোডের পিঠা ঘরে ইফতার কিনতে আসেন সাইফুল ইসলাম। বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করা এই ক্রেতা ইফতার কিনে বাসায় ফেরার সময় তিনি বলেন, এখানকার ইফতারের মান বেশ ভালো। তাই ইফতার কিনতে এলাম। তবে প্রায় সব ইফতারের দাম বেশি মনে হচ্ছে। গত বছর তুলনামূলক আরও কম ছিল।


নবাবী ভোজে ইফতার কিনতে মুগদা থেকে আসেন আমিনুল হক সুমন। তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর দাম অনেক বেশি। আগে ২২০ টাকার তেহারি এখন ২৮৫ টাকা। হালিমের হাড়ি গতবারের চেয়ে দাম বেড়ে ২০০ থেকে ৩০০ টাকা, বিফ আইটেমেও ১০০ থেকে বেড়ে হয়েছে ৩০০ টাকা। এসব ইফতারের দাম বাড়লেও কমেছে পরিমাণ। 


দোকানিরাও বলছেন, সবকিছুর দাম বাড়ায় খরচ বেড়েছে। তাই দামও বেড়েছে। পিঠা ঘরের বিক্রয়কর্মী রাকিব বলেন, ইফতার তৈরি করতে যেসব জিনিস কিনতে হয় সেগুলোর দাম বেশি হওয়ায় খরচ বেড়েছে। সেজন্য দামও কিছুটা বাড়তি।

আরও খবর