বেগমগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট শিক্ষাপ্রতিষ্ঠানে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী: জামায়াত আমির নন্দীগ্রামে ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার: প্রেস সচিব প্রশ্ন ফাঁসের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুবি শিক্ষক কাজী আনিছ নন্দীগ্রামে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুবিতে শাহবাগ ও পতিত স্বৈরাচারের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের ইফতার মাহফিল কুবি বিএনসিসি প্লাটুনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুবিতে মার্কেটিং বিভাগের ইফতার ও দোয়া মাহফিল সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবেঃ মোংলায় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুরমুরমুর রহমান ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকে দুই বাংলাদশী নাগরিককে হস্তান্তর শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত ঝিনাইদহে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) রোভার স্কাউটের নতুন কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাজারের ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত-১২ আহত নোয়াখালীতে দেশব্যাপী নারী-শিশু ধর্ষণসহ সহিংসতার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন কুলিয়ারচরে বিদ্যুৎপিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু, আহত-২ পীরগাছায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

সোনার দামে অস্থিরতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2023 11:29:01 am

আন্তর্জাতিক ও দেশের বাজারে গত সপ্তাহজুড়ে সোনার দামে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবেসেই আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় উত্থান-পতন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও টানা তিনদিন সোনার দাম বাড়ানো বা কমানো হয়েছে। এর আগে দেশের বাজারে কখনো টানা তিনদিন সোনার দাম সমন্বয়ের ঘটনা ঘটেনি।


গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৯৮৮ দশমিক শূন্য ৮ ডলার। সেখান থেকে সপ্তাহের প্রথম কার্যদিবস ২০ মার্চ লেনদেন শুরুর অল্প সময়ের মধ্যে প্রতি আউন্স সোনার দাম এক ধাক্কায় ১ হাজার ৯৬৮ দশমিক ৫ ডলারে নেমে আসে। অর্থাৎ প্রতি আউন্স সোনার দাম ২০ ডলার কমে যায়।


অবশ্য দরপতনের পর সেদিনই সোনার দামে বড় উত্থান হয়। লাফিয়ে লাফিয়ে দাম বেড়ে ২০ মার্চ লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৭ দশমিক ৭৮ ডলারে উঠে যায়। তবে ওইদিন লেনদেনের শেষদিকে সোনার দাম কিছুটা কমে যায়। এরপরও প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৯৭৭ ডলারের ওপরে থাকে।


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শুরুতে দাম বেড়ে প্রতি আউন্স সোনার দাম হয় ১ হাজার ৯৮৪ ডলার। এরপর দফায় দফায় দাম কমে প্রতি আউন্স ১ হাজার ৯৩৭ ডলারে নেমে যায়। অর্থাৎ একদিনে প্রতি আউন্স সোনার দাম ৪৭ ডলার কমে যায়।


সোনার দামে এমন অস্থিরতা দেখা যায় পরের কার্যদিবস ২২ মার্চেও। ২২ মার্চ লেনদেনের শুরুর দিকে প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৯৩৬ ডলার। লেনদেনের শেষদিকে প্রতি আউন্স সোনার দাম ওঠে ১ হাজার ৯৪৫ ডলারে।


পরের কার্যদিবস ২৩ মার্চ লেনদেন শুরু হতেই সোনার দামে বড় উত্থান হয়। এক লাফে প্রতি আউন্স সোনার দাম বেড়ে ১ হাজার ৯৭৩ ডলারে ওঠে। ওইদিন লেনদেনের শেষদিকে সোনার দাম বাড়ার পালে আরও হাওয়া লাগে। ফলে এক পর্যায়ে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৯৯৯ ডলার হয়ে যায়।


আর সপ্তাহের শেষ কার্যদিবস ২৪ মার্চ লেনদেন শুরু হতেই প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ডলার ছাড়িয়ে যায়। অবশ্য দিনের লেনদেনের শেষ দিকে দাম বাড়ার এই ধারা অব্যাহত থাকেনি। বরং শেষ দিকে দফায় দফায় সোনার দরপতন হয়। এতে দিনের লেনদেন শেষে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৯৭৮ দশমিক ৫৭ ডলারে থিতু হয়।


এর মাধ্যমে সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি আউন্স সোনার দাম কমে ১৪ দশমিক ৯৩ ডলার বা দশমিক ৭৫ শতাংশ। আর সপ্তাহের ব্যবধানে কমে ৯ দশমিক ৫১ ডলার বা দশমিক ৪৭ শতাংশ। অবশ্য এরপরও মাসের ব্যবধানে সোনার দাম ৮ দশমিক ৮৭ শতাংশ বেশি রয়েছে। অর্থাৎ এক মাস আগের তুলনায় এখন এক আউন্স সোনার দাম ১৬১ ডলার বেশি।


আন্তর্জাতিক বাজারে সোনার দামে এমন অস্থিরতা দেখা দেওয়ায় দেশের বাজারেও দাম সমন্বয়ে অস্থির হয়ে ওঠে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ২১, ২২ ও ২৩ মার্চ পরপর তিনদিন ঘোষণা দিয়ে সোনার দাম সমন্বয় করে বাজুস। এরমধ্যে দুদিন সোনার দাম কমানো হয় এবং একদিন বাড়ানো হয়। অবশ্য তার আগে ১৮ মার্চ ঘোষণা দিয়ে সোনার রেকর্ড পরিমাণ দাম বাড়ানো হয়।


১৮ মার্চ একলাফে সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয় ৯৮ হাজার ৭৯৪ টাকা। দেশের বাজারে এর আগে কখনো সোনার এত দাম হয়নি। ১৯ মার্চ থেকে সোনার এই দাম কার্যকর হয়।


রেকর্ড দাম বাড়ানোর পর ২১ মার্চ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৯৭ হাজার ৬২৮ টাকা করা হয়। পরের দিন ২২ মার্চ তা আরও কমানো হয়। সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯৬ হাজার ৪৬১ টাকা করা হয়।


অবশ্য এরপর ২৩ মার্চ আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয় ৯৭ হাজার ৬২৮ টাকা।


এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯১ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৮৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৭৫৮ টাকা বাড়িয়ে ৬৬ হাজার ৫৪৩ টাকা করা হয়। বর্তমানে এ দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।