প্রচন্ড তাপদাহ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাড়ছে খাদ্য ও পানীর সংকট রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের তীব্র দাবদাহের খবর যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রধানমন্ত্রীর অঙ্গীকার : অর্থ প্রতিমন্ত্রী বাংলার বাঘ নামে পরিচিত হক সাহেব ছিলেন গণমানুষের নেতা : রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নে উচ্চ শিক্ষার বিকল্প নেই : স্থানীয় সরকার মন্ত্রী দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান পৈত্রিক সম্পত্তির নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ে জমিদাতার সন্তানের বুকফাটা কান্না। বগুড়ায় আবহাওয়া অধিদপ্তরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড মধুপুরে তৃতীয় লিঙ্গের পরিচালিত স্বপ্নজয়ী স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ শৈলকুপার কুশবাড়ীয়া গ্রামে যোগদান অনুষ্ঠান তীব্র গরমে সমুদ্র স্নানে স্বস্তি পর্যটকদের তীব্র গরমে সমুদ্র শহরে শরবত ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করলেন শহিদুল হক সোহেল মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ শাজাহানপুরে মাটি ব্যবসায়ীদের দৌড়ত্ব থামাতে পারছেনা প্রশাসন বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্যান নষ্ট থাকায় গরমে বিপাকে ভর্তিকৃত রোগীরা মির্জাগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাফি-রাব্বির হাতে বৃত্ত কুবির নেতৃত্ব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র গ্রাফিতিভিত্তিক সংগঠন বৃত্ত কুবির প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত রাফিকে সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ রাব্বিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দলোক স্কুলে ইফতারের পর সংগঠনের উপদেষ্টা প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোহরাব উদ্দিন এই কমিটি ঘোষণা করে।

প্রথম কার্যনির্বাহী কমিটিতে আরো রয়েছেন সহ-সভাপতি কানিজ ফাতেমা সুমি, যুগ্ম-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান পাভেল, সাংগঠনিক সম্পাদক তাওহীদ হোসেন সানি, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রিন্স, অর্থ সম্পাদক নাঈম মিয়া,
প্রচার সম্পাদক সায়মা কাদের, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান অনিক, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমরুল আহসান, প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মো: শহিদুজ্জামান।

এছাড়াও এ কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন নোবেল, জাফর, জাহিদ , আবু বকর, আদৃতা, তাসমিয়া, তারিন, আনিকা, জোসি, বায়েজিদ ও সুদীপ চাকমা।

এই কমিটি ঘোষণার পূর্বে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সংগঠনের উপদেষ্টা ঘোষণা করা হয়। তারা হলেন- প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আইনুল হক, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিনিধি এনামুল হক। ছাত্রদের মধ্য থেকে টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে রয়েছেন নিয়ামুল আরাফাত ও মুনিম হাসান ভূঁইয়া অনিক।

কমিটি ঘোষণা শেষে সংগঠনের উপদেষ্টা ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, 'আমরা যারা এখানে এসেছি তারা সবাই শিখতে এসেছি। সবার প্রায়োরিটি যেন শেখার দিকেই থাকে। শেখা ও শেখানোর মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে।'

এ ব্যাপারে বৃত্ত কুবির উপদেষ্টা মোহাম্মদ আইনুল হক বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয়ে চারুকলা বা এরকম বিভাগ না থাকায় বৃত্ত কুবিই বিশ্ববিদ্যালয়কে রঙিন করে যাচ্ছে। তরুণদের মন রঙিন হবে এটাই স্বাভাবিক। তাদের রঙে বিশ্ববিদ্যালয়ও রঙিন হয়ে উঠছে। এরকম একটি প্লাটফর্মের সাথে সংযুক্ত হতে পেরে আমি নিজেও আনন্দিত। বৃত্ত কুবির যাত্রা শুভ হোক।'

সংগঠনের নতুন সাধারণ সম্পাদক মাহফুজ রাব্বি বলেন, 'সমাজের সমস্যা দূরীভূত করা যায় দুইভাবে। আন্দোলন করে কিংবা পসিটিভিটি ছড়িয়ে। বৃত্ত কুবি বিশ্ববিদ্যালয় জুড়ে পসিটিভিটি ছড়িয়ে যাচ্ছে। পসিটিভিটির মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই।'

সংগঠনের সভাপতি আরাফাত রাফি বলেন, 'আমাদের এই যাত্রা পুরোটা জুড়ে অগণিত মানুষের সাপোর্ট ছিল। তাদের সাপোর্ট, বিশ্বাসের কারনেই আজকে আমরা এই পর্যায়ে আছি। সামনের দিনেও সকলের এই সাপোর্ট প্রত্যাশা করি।'

উল্লেখ্য, ২০২০ সালের শেষের দিক থেকে নিয়মিত কাজ করলেও ২০২১ সালের ২৪ ডিসেম্বর সবার সামনে একটি দল হিসেবে আত্মপ্রকাশ করে বৃত্ত কুবি। দল থেকে একটি সংগঠনে রূপ নেয় আরাফাত রাফি ও মাহফুজ রাব্বির কমিটির মাধ্যমে।
আরও খবর
6629ae42dfdfd-250424071338.webp
এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টা, ৫০% লিখিত

২ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে




deshchitro-661fba26815ce-170424060142.webp
রাজশাহী কলেজে মুজিবনগর দিবস উদ্যাপন

৯ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে



deshchitro-66151ef587fca-090424045653.webp
বাড়ি আমায় ডাকছে প্রতিদিন,অপেক্ষায় পরিবার

১৭ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে