‘বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সিঙ্গাপুর মডেল অনুসরণ করা প্রয়োজন’ ডোমারে ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর পরীক্ষা সামগ্রী বিতরণ রহমতের বৃষ্টি চেয়ে কমলগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় ডোমারে নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গাজায় গণহত্যার প্রতিবাদে ডোমারে ছাত্রদলের মানববন্ধন ফিলিস্তিনে খুনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কুবিতে ছাত্রদলের প্রতিবাদ সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানের ১১০ কেজি হরিণের মাংস সহ ১ চোরাশিকারী আটক বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ ফিলিস্তিনে গণহত্যা, নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আশাশুনির কাদাকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালন হাসিনাকে ফেরানোর বিষয় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আর হয়নি: প্রধান উপদেষ্টা ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীতে ৮ দফা দাবি জানিয়ে কৃষি ডিপ্লেমা শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন উপদেষ্টার পদত্যাগের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল বিদায় নিতে মন না চাইলেও বিদায় নিতে হচ্ছে: রাজন কুমার বাঘায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাঘায় সরকারি স্কুলের গাছ কেটেছে প্রভাবশালিরা বাঘায় সরকারি স্কুলের গাছ কেটেছে প্রভাবশালিরা

মোরেলগঞ্জে মিথ্যা অভিযোগ ও অপ্রচারের বিরুদ্ধে অধ্যক্ষে সংবাদ সম্মেলন

বাগেরহাটের মোরেলগঞ্জ মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে  সংবাদ  সম্মেলন করেছেন   উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সেতারা আব্বাস  টেকনিক্যাল  অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন  আক্তার। বৃহস্পতিবার ( ৪ মে) দুপুরে মোরেলগঞ্জ  উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এসএসসি ( ভোকেশনাল) পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাফে অতিরিক্ত অর্থ  ও প্রবেশপত্র  বিতরণে অর্থ  গ্রহণের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি  এসএম তারেক সুলতানের বরাবর গত ২৯ এপ্রিল  ও ৩ মে কিছু কুচক্রীর ইন্ধনে কতিপয় সহজ-সরল শিক্ষার্থী অভিযোগ দায়ের করে। যা সম্পূর্ণ  মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট  বৈ আর কিছুই  নয় বলে দাবি করেন ওই অধ্যক্ষ। 

লিখিত সংবাদ সম্মেলনে  তিনি জানান, ২০২৩ সালে অত্র প্রতিষ্ঠানে এসএসসি     ( ভোকেশনাল)  শিক্ষাক্রমে  মোট ৫৮ জন শিক্ষার্থী ফরম ফিলাপ করে। বোর্ডের  নির্ধারিত ফি ১,১৫৫   টাকা,  বার্ষিক  বেতন ১০০ টাকা হারে ১২০০ টাকা ও নবায়ন ও সেসন চার্জ ৫২৫ টাকা সর্বমোট ২,৮৮০  টাকা ধার্য করে শিক্ষার্থীদের  নোটিশ দেওয়া হয়।  পরবর্তীতে  তাদের দাবির প্রেক্ষিতে  ৫০০ টাকা মওকুফ  করে সবাই  ১,৫০৫ টাকা হারে আদায় করে অত্র প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ( সোনালী ব্যাংক, মোরেলগঞ্জ শাখা) জমা করা হয়েছে।  এসকল পরীক্ষার্থীর পরীক্ষা  কেন্দ্র  এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়  হওয়ায় ৫৬ জন নিয়মিত  শিক্ষার্থীর বিপরীতে  ৮২৫ টাকা হারে ৪৬,২০০ টাকা এবং  ৬৫০ টাকা হারে অনিয়মিত ২ জনের বিপরীতে ১,৩০০ টাকা সর্বমোট  ৪৭,৫০০ টাকা কেন্দ্র ফি বাবদ কেন্দ্র  সচিবকে প্রদান করতে হবে।  সে কারণে বোর্ডের  নির্ধারিত  কেন্দ্র ফি ৮২৫ টাকা ধার্য করা হয়। পূর্বসিদ্ধান্ত অনুযায়ী  তাই প্রবেশপত্র  গ্রহণের সময় তাদের কাছ থেকে এ কেন্দ্র ফি আদায় করা হয়।  অধিকাংশ  শিক্ষার্থী  প্রবেশপত্র  গ্রহণ করলেও  কিছু সংখ্যক  ষড়যন্ত্রকারী প্রতিষ্ঠান বিরোধী  লোকের কু-পরামর্শে কতিপয় শিক্ষার্থী  উপজেলা নির্বাহী  অফিসারের কাছে অহেতুক অভিযোগ  দাখিল করে। প্রকৃতপক্ষে  নির্ধারিত  ফি ছাড়া  কোনরুপ অর্থ আদায় করা হয়নি বলে অধ্যক্ষ জেসমিন আক্তার দাবি করেন। উপরন্তু উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে ১৭ জন পরীক্ষার্থীর কেন্দ্র ফি আদায় ছাড়াই তাদের মাঝে প্রবেশপত্র  বিতরণ করা হয়। 

সংবাদ সম্মেলনে  তিনি আরও উল্লেখ  করেন,  গত ২ মে   এসএসসি  (ভোকেশনাল)  শাখার কতিপয় শিক্ষক কিছু শিক্ষার্থীর দুঃখ প্রকাশের কথা জানাতে আমার কক্ষে আসলে তিনি এধরণের মিথ্যা,  বানোয়াট  ও ভিত্তিহীন অভিযোগের জন্য ষড়যন্ত্রকারীদের খুঁজে  বের করা প্রসঙ্গে  কথা বলেন। পাশাপাশি কোমলমতি  শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার ব্যাপারে সম্মানিত  শিক্ষকদের দৃষ্টি রাখতে পরামর্শ দেন বলে জানান। তিনি তার বক্তব্যকে বিকৃত করে ওইদিন পুনরায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করে। তিনি এসব মিথ্যা , বানোয়াট অভিযোগের তীব্র  নিন্দা ও প্রতিবাদ  করেন।

উল্লেখ্য, অভিযোগকারী পরীক্ষার্থীদের মধ্য ৬ জন তাদের অভিযোগ তুলে নিতে ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছে বলেও তিনি  এ সংবাদ সম্মেলনে  উল্লেখ করেন। উদ্দেশ্যমূলকভাবে কিছু  পদলোভী  ও অর্থলোভী  ব্যক্তির  প্ররোচনায়  অত্র প্রতিষ্ঠান  ও তার সুনাম নষ্ট করতে এহেন কর্মকান্ড করা হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।  

সংবাদ সম্মেলনের সময় ভারপ্রাপ্ত  অধ্যক্ষ জেসমিন আক্তারের সাথে বেশ কিছু শিক্ষক ও কর্মচারী সেখানে উপস্থিত  ছিলেন। 



 

Tag
আরও খবর