বরগুনার তালতলীতে নিউপাড়া স্লূলিজ গেটে অভিযান চালিয়ে অবৈধ ২১টি চায়না দুয়ারী ও ৬টি চিংড়ি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার(২৯ জুলাই) দুপুরে উপজেলা নিউপাড়া এলাকায় একটি স্লুইজে এ অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করা হয়।
জানা যায়, উপজেলার আন্দার মানিক নদীর পাশেই নিউপাড়া স্লুইজে অবৈধ চায়না দুয়ারী ও চিংড়ি জাল দিয়ে দেশিও মাছ শিকার করা হচ্ছে। এসময় সংবাদ পেয়ে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ২১টি চায়না দুয়ারী(দুই হাজার মিটার) ও ৬টি চিংড়ি জাল(চার হাজার মিটার) জব্দ করেছে। অভিযানের টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে উপজেলা পরিষদ চত্তরে জব্দকৃত নিষিদ্ধ এ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, চায়না দুয়ারী জালে ছোট-বড় থেকে শুরু করে যেকোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সব ধরনের জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। বাজারে নতুন আসা এ চায়না দুয়ারী জাল কারেন্ট জালের চেয়েও ভয়ঙ্কর। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার। ছোট মাছ রক্ষাতে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যহত থাকবে।
৬১ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে
১০৩ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে
১১১ দিন ১৪ ঘন্টা ২ মিনিট আগে
১১৮ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩৪ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে
১৩৬ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে
১৪০ দিন ১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৪৮ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে