বরগুনার তালতলীতে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি বাবা-ছেলে কে গ্রেফতার করেছে ডিবি।
বুধবার(২৯ নভেম্বর) সকাল ৬ টার দিকে উপজেলার নলবুনিয়া এলাকায় এ অভিযান চালায় বরগুনা জেলা ডিবি পুলিশ।
আটকৃতরা হলেন, হেমায়েত হোসেন হিমু (৫০) ও তার ছেলে সোহান হোসেন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় গাঁজা বিক্রি হবে এমন একটি গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই লাখ ৩১ হাজার টাকা মূল্যের ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে কে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা মাপার দুইটি মিটার, নগদ ৮৮ হাজার টাকা ও ২টি মোবাইল জব্দ করা হয়। পরে তালতলী থানায় হস্তান্তর করে ডিবি। এর আগেও তাদের ডিবি পুলিশ গাঁজাসহ আটক করেছিলো।
তালতলী থানার অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলাম খান বলেন,গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিবি বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
৬১ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে
১০৩ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১১১ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
১১৮ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩৪ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
১৩৬ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে
১৪০ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১৪৮ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে