বরগুনার তালতলীতে পায়রা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬টি অবৈধ জাল জব্দ করা হয়েছে। পরে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
গতকাল শুক্রবার(১২ জানুয়ারী) রাত ৮টার দিকে উপজেলার খোট্টারচর এলাকায় এই ২৬টি অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করে মৎস্য বিভাগ। এর আগে সকাল থেকে রাত পর্যন্ত পয়রা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
জানা যায়, উপজেলার পায়রা নদীতে মৎস্য বিভাগের অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করেন। এসময় অভিযানের ২য় দিনে ২২ টি কারেন্ট জাল, ২ টি বুরল জাল, ১ পাই জাল ও ১ টি চরগড়া জাল জব্দ করে। তবে এসময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি। এই অবৈধ জালের বাজার মূল্য আনুমানিক ৭ লাখ ২৫ হাজার টাকা। জব্দ করা জাল জনতার সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, আমাদের নিয়মিত অভিযানে গতকাল সকাল-সন্ধ্যা পায়রা নদী থেকে অবৈধ জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
৬১ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে
১০৩ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে
১১১ দিন ১৪ ঘন্টা ২ মিনিট আগে
১১৮ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩৪ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে
১৩৬ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
১৪০ দিন ১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৪৮ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে