কবিতা
একুশ
লেখকঃ কাজী এহসানুল হক জিহাদ।
রণাঙ্গনের রক্ত তুমি
কোটি বাঙালির
অশ্রুর মহিমা তুমি...।
তুমি সালাম,জব্বার,বরকতের প্রাণ
তুমি বংলা মায়ের বজ্রধ্বনি
তুমি সেই একুশ
তুমি সেই ইতিহাস
রক্তের কালির ইতিহাস...।
শহিদ মিনারে
আজও লেগে আছে
বায়ান্নোর ঝরানো
সেই তাজা রক্ত...।
একুশ তুমি
আমার,আমাদের অহংকার
হায়না, শুকর আসুক যারা
কেরে নিতে দেবোনা আমরা
তোমার রক্তের কালির ইতিহাসে
লেখা এ বাংলা ভাষা...।
২৩ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
৬৫ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৬৭ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৭০ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
৭১ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৭২ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৮০ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৮৬ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে