চীনের জিয়াংসু মেরিটাইম ইনস্টিটিউট (জেএমআই) থেকে তিন বছরের প্রশিক্ষণ শেষে দেশে ফিরেও নাবিক বই ইস্যু না করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন ১৭ জন বাংলাদেশি মেরিন-ক্যাডেট। সোমবার বেলা ১২টার দিকে তারা রাজধানীর সচিবালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন।
মেরিন-ক্যাডেটরা জানান, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং চীনের মধ্যে স্বাক্ষরিত এমওইউর আওতায় বাংলাদেশের ছয়টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের ৬০০ শিক্ষার্থীর মধ্যে বাছাই করে ১৭ জনকে চীনের জিয়াংসু মেরিটাইম ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে গত বছর ১৪ জুন তারা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সম্পন্ন করেন। চুক্তি অনুযায়ী দেশে ফিরে নৌ-পরিবহণ অধিদফতর থেকে ‘কন্টিনিউ ডিসচার্জ সার্টিফিকেট’ ক্যাডেট সিডিসি বা নাবিক বই পাওয়ার কথা ছিল। তবে দীর্ঘ ছয় মাস অধিদফতরের দ্বারে দ্বারে ঘুরেও কোনো ইতিবাচক সিদ্ধান্ত পায়নি তারা। বরং বিভিন্ন অজুহাত ও বাধার মুখে শিক্ষার্থীরা ন্যায্য অধিকার বঞ্চিত করা হচ্ছে।
এ পরিস্থিতিতে গত বুধবার এক সংবাদ সম্মেলনে দুই কর্মদিবসে নাবিক বই ইস্যুর আলটিমেটাম দিয়েছিলেন এই ১৭ শিক্ষার্থী। এতেও কোনো সাড়া না দেয়ায় সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।