ভোলার চরফ্যাশনে গলায় ফাঁস দিয়ে রাশেদা বেগম (৪৫) নামের ২ সন্তানের জননী গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডে স্বামীর গৃহে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ ওই গ্রামের মো. সেলিমের স্ত্রী। নিহত গৃহবধুর স্বামীর দাবী স্ত্রী রাশেদা কয়েক বছর যাবৎ মানুষিক ভারসাম্যহীন ছিলেন।
পুলিশ ও প্রতিবেশীরা জানান, গৃহবধূর স্বামী ঢাকায় কর্মস্থলে থাকেন। তিনি ৮ বছর বয়সী শিশু সন্তান সোহেবকে নিয়ে একাই বাড়িতে থাকতেন। অভাব অনটনের সংসারে তিনি কয়েক বছর যাবত নানান রোগে আক্রান্ত হয়ে মানুষিক বিকারগ্রস্ত ছিলেন। সকালে তিনি একাই ঘরে ছিলেন। শিশু সোহেব বাহিরে খেলাধুলা করছিলো। শিশু সন্তান ঘরে ফিরে মাকে বসত ঘরের আড়ায় ঝুলতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন।চরফ্যাশন থানা পুলিশ তার বসত ঘরের আড়া থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
চরফ্যাশন থানার উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহত গৃহবধূর পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
২৩ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৫ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে
৬৭ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৭০ দিন ২১ ঘন্টা ১৮ মিনিট আগে
৭১ দিন ১৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭২ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৮০ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে
৮৬ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে