মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়), প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে ইসলামী জালসার আলু ঘাটি নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মারপিটের ঘটনায় থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করা হয়েছিলো। উক্ত অভিযোগের ভিত্তিতে আজ কোর্টে জামিনের জন্য আবেদন করা হলে আরিফুল ইসলামকে আটক করা হয়।
এঘটনায় ২১ জানুয়ারী আতিকুর রহমান বাবু নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতে কোটে জামিন নিতে গেলে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া দাখিল মাদ্রাসা মাঠে ইসলামী জালসা অনুষ্ঠিত হয়। ইসলামী জালসায় এলাকার লোকজনকে খাওয়ানোর জন্য আলু ঘাটির ব্যবস্থা করা হয়। রাত ৩টার দিকে জোকা গ্রামের আব্দুল খালেকের ৩ ছেলে আরিফুল ইসলাম, তাজুল ইসলাম ও আব্দুল মমিন ফুত্তু আলু ঘাটির পরিমাণে একটি বেশি অংশ নেয়ার জন্য জোর জবরদস্তি করেন। এনিয়ে একই এলাকার আতিকুর রহমান বাবু, তরিকুল ইসলাম খোকন সহ স্থানীয় ব্যক্তিরা তাতে বাধা দেন। একপর্যায়ে আব্দুল খালেকের ৩ ছেলে আরিফুল, তাজুল ও আব্দুল মমিন ফুত্তু সহ তাদের লোকজন আতিকুর রহমান বাবু, তরিকুল ইসলাম খোকনসহ বেশ কয়েকজনকে বেদড়ক মারধর করেন। এই ঘটনার জের ধরে গত সোমবার (২০ জানুয়ারী) স্থানীয় নারী-পুরুষ সুযোগ বুঝে তাজুল ও আব্দুল মমিন ফুত্তুর উপর হামলা করে। এসময় তাজুল ইসলাম দৌড়ে পালিয়ে গেলেও আব্দুল মমিন ফুত্তুকে স্থানীয়রা মারপিট করেন। মারপিটে আব্দুল মমিন ফুত্তু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এঘটনা ভিন্ন খাতে নেয়ার জন্য মাদক ব্যবসায় বাধা দেয়ায় মারপিটের অভিযোগে এনে থানায় অভিযোগ দায়ের করেন আরিফুল ইসলাম। অপর দিকে প্রকৃত ঘটনা উল্লেখ করে গত মঙ্গলবার (২১ জানুয়ারী) থানায় অভিযোগ দায়ের করেন আতিকুর রহমান।
আতিকুর রহমানের অভিযোগের তদন্তপূর্বক চার্জশিট দাখিল করায় মামলারুজু হয় আরিফুল ইসলামদের বিরুদ্ধে। গতকাল সেই মামলার জামিন নিতে গেলে কোর্টে আরিফুল ইসলামকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন বলে জানাযায়। এবিষয়ে কারো কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
১ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ দিন ২৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ১ মিনিট আগে