লেখক মো: জাহেদুল ইসলাম আল রাইয়ান
কী অদ্ভুত ভাবে আপনাতে
আসক্ত হয়ে গেছি!
কী অদ্ভুত ভাবে আপনার
মায়াতে আঁটকে গেছি!
আপনি এতো মায়াবী কেনো?
খুব গোপনে মায়াতে বেঁধে নেন;
ভালোবাসতে শেখান।
এই-যে আপনার কাছে
মন পড়ে থাকে সারাক্ষণ।
আপনাকে ছাড়া দম বন্ধ লাগে,
দূরত্বে হয় যে মনের রক্ত ক্ষরণ।
আমি যে আপনাতে আসক্ত
আপনি কী তা বোঝেন?
কেনো বার বার ছুটে আসি শত বায়নাতে
আপনি কী তা জানেন?
ভালোবাসি আপনাকে,
আমি শক্ত করে বলতে পারি —
নিদিষ্ট আপনাতেই আসক্ত আমি।
৩ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
৬ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ১ মিনিট আগে
৯ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে