লেখক মো: জাহেদুল ইসলাম আল রাইয়ান
আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়ে পড়ে,
তোমার কথা খুব মনে পড়ে।
মেঘের আড়ালে, বিদ্যুৎ চমকানোর মত
তোমার চেহারাটা ঝলক দিয়ে উঠে মোর নয়নে।
ইচ্ছে করে তোমার কোলে মাথা রেখে,
কল্পনার জগতে হারিয়ে যেতে।
আকাশ যখন কাঁদে, অনুভূতি গুলো জেগে উঠে।
তোমার দেওয়া সৃতি,
এক এক করে সামনে চলে আসে।
বৃষ্টির প্রতিটি ফোঁটা, তোমাকে ভাবায়।
চারপাশে যখন অন্ধকার নামে,
তোমার চেহারার আলোতে আলোকিত হয়ে উঠে আমার চতুরপাশ।
কত গল্প কবিতা আসে মোর হৃদয় কোনে , তোমার সনে।
খোলা আকাশে উড়ে বেড়াই,বৃষ্টির মাঝে
হাতে হাত রেখে, আঁখিতে আঁখিতে।
তোমার জন্যেই, অনুভূতি গুলো পুষে রাখি হৃদয় কোনে।
বৃষ্টি দিনে,
পিচ্ছিল উঠানে ঘুরে ফিরে,
বারবার তোমাকে মনে পড়ে।
৪ দিন ৪৪ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬ দিন ১৮ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
১৩ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে