কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
শুক্রবার(১৪ জুলাই) বিকেলে, উপজেলার ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি/২৬ ব্লকের একটি শেডের উপর পড়া পাহাড়ের মাটি চাপায় এক রোহিঙ্গা শিশু আহত হয়।
এঘটনায় আহত মোহাম্মদ ওমর (৯), অই ক্যাম্পের মোহাম্মদ মোসাদ্দেকের ছেলে।
টিটিএনকে বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমেদ বলেন, ” বিকেলে ৮-ইস্ট ক্যাম্পের এফডিএমএন সদস্য মোসাদ্দেকের শেডে পাহাড় ধসে পড়লে তার ছেলে আহত হয়। পরে তাকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, এখন সে সুস্থ আছে।”
আর কোন হতাহতের খবরাখবর পাওয়া যায়নি উল্লেখ করে ক্যাম্প এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান এপিবিএন এর এই কর্মকর্তা।
৪ দিন ১৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ৮ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৭ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৯ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
১১ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে
১৩ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে