বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিকল্প নেই। আর নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হলে চান্দিনার সর্বস্তরের জনগণের অধিকার নিশ্চিতে কাজ করবো।
কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর এলাকার ৯নং ওয়ার্ড তুলাতলী গ্রামের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন- উপ-নির্বাচনে নির্বাচিত হওয়ার পর মাত্র ২ বছরে চান্দিনায় শিক্ষা, চিকিৎসা সেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার চেষ্টা করেছি। এবার যদি নির্বাচিত হই তাহলে মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করবো। চান্দিনায় স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য হাজী শামীম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ।
সাংবাদিক রণবীর ঘোষ কিংকর এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর কৃষকলীগ সভাপতি জয়নাল আবেদীন, ওয়ার্ড কাউন্সিলর দুলাল মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক কবি সৈয়দ জালাল, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান জনি, পৌর মহিলা যুবলীগ সভাপতি নিপা আক্তার।
প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ মাস্টারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি নজরুল ইসলাম সুমন, উপজেলা যুব মহিলালীগ সভাপতি রুবি আক্তার, পৌর কৃষকলীগ সাধারণ সম্পাদক শাহিন ভূইয়া, পৌর আওয়ামী লীগ নেতা আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু তাহের ভূইয়া, পৌর কাউন্সিলর আবু কাউসার প্রমুখ।
৮ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
১০ দিন ১৮ ঘন্টা ০ মিনিট আগে
১২ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
১৬ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
২০ দিন ১৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
২১ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে