ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে থানায় আওয়ামীলীগ নেতার অভিযোগ পীরগাছায় হেযবুত তওহীদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা! সোনাইমুড়িতে বৃদ্ধাকে হত্যা আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড

তিতাসে দিনব্যাপী নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুরের গণসংযোগ

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর নৌকা (প্রতীক) নিয়ে তিতাস উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়ন ও নারান্দিয়া ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনি গণসংযোগ ও পথসভা করেছেন।

রবিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার কড়িকান্দি বাজার হতে শুরু করে ইউনিয়নের একলারামপুর, তেতুয়ারামপুর, কলাকান্দি, বিরামকান্দি,কাপাষকান্দি, রাজাপুর চর রাজাপুর তিতাস নদীর নতুন চর হয়ে কড়িকান্দি বাজারস্থ উপজেলা  আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গনে পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভ্ূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক শাহাজান, উঃ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য রাজা মিয়া সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন বাবু, কড়িকান্দি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-ই আলম, হাজ্বী মো. মহাসিন, কড়িকান্দি ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান ভূইয়া, উপজেলা আ'লীগের সদস্য লিয়াকত আলী মেম্বার, শাহ আলম মেম্বার, রফিকুল ইসলাম প্রমুখ।


এসময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজ্বী নাছির উদ্দিন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন পলাশ, ভিটিকান্দি ইউনিয়ন চেয়ারম্যান বাবুল আহমেদ, মজিদপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি হাজ্বী শাহ আলম সরকার, কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আওলাদ মুন্সী, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তারা, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেলসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে নারান্দিয়া ইউনিয়নের দুঃখিয়ারকান্দি,নয়াকান্দি, ভাটিবন,তুলাকান্দি,তাইরাকান্দি,বালুয়াকান্দি, নারান্দিয়া, খলিলাবাদ ও আসমানিয়া গণসংযোগ শেষে আসমানিয়া বাজারে পথসভা করেন।

আরও খবর