কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাবুর্চি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কুমিল্লার একটি চৌকস টিম।
জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার বাবুর্চি বাজার এলাকায় (১২জুলাই) রাত ০ ৮:১০ মিনিটের সময় মাদক পাচারকালে চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের উপর হতে ৬০(ষাট) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হল, চৌদ্দগ্রাম পৌরসভার কমলপুর গ্রামের সেলিম মুন্সির ছেলে আশিকুল ইসলাম মুরাদ(১৯), চান্দিশকরা গ্রামের আব্দুল জলিল এর ছেলে নাঈম হোসেন(২০) ও লক্ষীপুর গ্রামের হাজী এনামুল হক এর ছেলে শাহ সাঈদ আব্দুল্লাহ আল সাহাব সিয়াম(১৯)।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)কুমিল্লার অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, গ্রেফতারকৃত আসামী ০৩ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কুমিল্লার অভিযান অব্যাহত রয়েছে।
২ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৪ দিন ২৯ মিনিট আগে
১৮ দিন ৫৬ মিনিট আগে
১৯ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১৯ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে