নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

ঐতিহ্যবাহী ভোলাইন স্কুলের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনুন

প্রতিষ্ঠানের সকল স্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে সোচ্চার থাকতে হবে। © সংগৃহীত ছবি


◾তানভীর আহমেদ রাসেল: বিগত কয়েক দশক থেকেই ভোলাইন বাজার স্কুল এন্ড কলেজ নাঙ্গলকোট উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই উপজেলায় পরিচিতি পেয়ে আসছে। এখান থেকে উঠে আসা শিক্ষার্থীরা বুয়েট,মেডিকেল, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের নানান প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা নিয়ে দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু বিগত কয়েক বছর যাবত এই প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও করুণ ফলাফল সাবেক শিক্ষার্থীসহ এলাকার সচেতন মানুষকে মর্মাহত করছে। অবৈধ আধিপত্য, নোংরা রাজনীতি সহ নানান অসংহতির কারণে ভয়াবহ অসুস্থতায় ধুকে ধুকে মরছে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি।


স্বৈরাচার শাসক গোষ্ঠী থেকে দেশ সম্প্রতি মুক্ত হয়েছে। সমাজের নানান স্তরেই সংস্কার হচ্ছে। এবার আমাদের প্রাণের বিদ্যাপীঠ ভোলাইন বাজার স্কুল এন্ড কলেজের সংস্কারের পালা। এই স্কুলের একজন প্রাক্তন হিসেবে শিক্ষার সুষ্ঠ ধারা ফিরিয়ে আনতে কিছু প্রস্তাবনা-


১. কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশের অন্যতম প্রতিবন্ধক নোংরা ছাত্র রাজনীতি। তাই স্কুল প্রাঙ্গণে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে।


. স্কুল ও কলেজ সংশ্লিষ্ট বিষয়ে সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দের অবৈধ আধিপত্য বন্ধ করতে হবে।


৩. অধ্যক্ষের নিষ্ক্রিয় ভূমিকার পরিবর্তে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে তৎপর হতে হবে।


৪. শিক্ষার্থীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোচিং কিংবা প্রাইভেট পড়তে কিংবা অবৈধ সুবিধা প্রদানে শিক্ষকদের কোন প্রকার প্ররোচনা থেকে বিরত থাকতে হবে।


৫. প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও আউটপুট নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।


৬. ম্যানেজিং কমিটিতে সুশিক্ষিত ও সর্বজনবিদিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে।


৭. সরকার নির্ধারিত ফি বহির্ভূত কোন প্রকার অতিরিক্ত ফি চাপিয়ে দেওয়া বন্ধ করতে হবে।


৮. প্রতিষ্ঠানের কল স্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। 


অনেক সীমাবদ্ধতার মাঝেও প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে পারলে প্রতিষ্ঠানটির সুদিন নিশ্চিয়ই ফিরে আসবে। এর জন্যে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা ও আন্তরিকতা একান্ত জরুরি। প্রত্যাশা করছি, নিশ্চয়ই আমাদের অবহেলিত প্রতিষ্ঠানটি আবার আপন মহিমায় উদীপ্ত হয়ে অত্র এলাকার প্রতিটি প্রাঙ্গণে আলো ছড়াবে। শুভ কামনা প্রিয় বিদ্যাপীঠ।


• লেখক : তানভীর আহমেদ রাসেল

প্রাক্তন শিক্ষার্থী, ভোলাইন বাজার স্কুল এন্ড কলেজ

আরও খবর