দিনাজপুর আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড.মাজহারুল ইসলাম সরকার সহ কতিপয় সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নিলেন এ্যাড. সারওয়ার আহমেদ বাবু।
দিনাজপুরে আইনজীবীদের অনৈক্য নিরসনের স্বার্থে সিনিয়র আইনজীবী ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড: মোঃ মাজহারুল ইসলাম সরকারসহ ২৬ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী এ্যাড: সারওয়ার আহমেদ বাবু।
২৯ আগস্ট সোমবার দিনাজপুর আইনজীবী সমিতির ২নং ভবনে এক জনাকীর্ণ প্রেস ব্রিফিং-এ উল্লেখিত মামলাটির বাদী সারওয়ার আহমেদ বাবু এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, গত ৪ মার্চ’২১ দুপুরে দিনাজপুর আইনজীবী সমিতি ভবনে ও প্রাঙ্গনে আইনজীবীদের সাথে এক অনাকাঙ্খিত ঘটনা ঘটে। ওই ঘটনায় আমি সামান্য আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হই। ঐদিন রাতেই কতিপয় আইনজীবী গভীর রাতে একটি লিখিত এজাহার নিয়ে আমার কাছে যায় এবং আমাকে ঘুম থেকে উঠায় আমি ঘুম থেকে উঠে ঐ এজাহারে স্বাক্ষর করি। সুস্থ্য হয়ে উঠার পর দেখি এজাহারে তথ্যগত অনেক ভুল রয়েছে। তৎকালিন তথাকথিত সংবিধান সংরক্ষন কমিটির কতিপয় আইনজীবীদের কারনে তথ্যগত ভুল সম্বলিত এ মামলার উদ্ভব হয়। যার কোতয়ালী থানার মামলা নং-১৭ তারিখ ০৫/০৩/২০২১ইং। জি.আর নং-১৬২/২০২১ (সদর)। মামলাটিতে আসামী করা হয় ২৬ জন এজাহারভুক্তসহ অজ্ঞাত ৩৫/৪০জন। এ্যাডঃ সারওয়ার আহমেদ বাবু আরও বলেন, দিনাজপুর আইনজীবীদের মধ্যে সহানুভুতি, ভালোবাসা এবং ঐক্য দীর্ঘদিনের। আমি সকল আইনজীবীদের মধ্যে অনৈক্য নিরসন করে আইনজীবীদের মধ্যে সহানুভুতি ভালোবাসা ও ঐক্যের সৃষ্টির জন্য এবং একে অপরের প্রতি যে মনোক্ষুন্নতা রয়েছে তা চিরতরে নিরসন কল্পে এ মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। পরিশেষে এ্যাড: সারওয়ার আহমেদ বাবু আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে হাজী সাইফুল-সারওয়ার বাবু প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে আইনজীবীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাড: মোঃ তোহাসহ অন্যান্য আইনজীবীবৃন্দ।