দিনাছজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের শালকি আহমোদিয়া দাখিল মাদ্রার এবারের এসএসসি পরীক্ষার্থী মোঃ বেলাল হোসেনকে বীনা অপরাধে কিসমত শালকী কাজী পাড়া এলাকার মোঃ আব্দুল কাদেরের ছেলে মোঃ রনি(২০) মাদ্রার অন্য এক শিক্ষার্থীর সাথে বিবাদের সুত্র ধরে মাদ্রাসা সুপারের সম্মুখে রনি ও অপর শিক্ষার্থীকে ডেকে নিয়ে গিয়ে রনিকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে বহিরাগত হয়ে মারার জন্য তাকে বকাবাদ্য করে এবং ভবিষ্যতে যাতে এঘটনাকে কেন্দ্র করে আর কোন ঝগড়া বিবাদের সৃষ্টি নয় সেজন্য রনিকে সতর্ক করে দেয় এবং একটি আন্ডার টেকেন নেয়।কিন্তু রনি তার সাথে মাদ্রাসা সুপারের এ অসদাচরনকে মেনে নিতে না পাড়ায় সে এসএসসি পরীক্ষার্থী বেলালকে এই ঘটনাটি সুপারকে জানানোর নাটের গর মনে করে বেলালকে তার বাড়ির সামনে পেয়ে সাইকেল আটকিয়ে তালা মেরে দেয় এবং বেলালকে মারধর করে।পরে স্থানীয় সিনিয়র গন্যমান্য ব্যক্তি এসে তাদের মধ্যে ঝগড়া বিবাদ থাকিয়ে দেয়।কিন্তু রনি উছূঙ্খল কারো কথার তোয়াক্কা করে না এবং পড়াশুনায়ও করে না।(স্থানীয় সুত্রে প্রাপ্ত তথ্য মতো।এসএসসি পরীক্ষার্থী বেলালকে বিনা দোষে মারায় বেলালের মা সামসুন নাহার ও তার বাবা মোঃ আফজাল হোসেন ঘটনাস্থলে গিয়ে রনিকে তার ছেলেকে মারল কেন জানতে এবং এর মৌখিক প্রতিবাদ করলে রনি ও তার পরিবারের লোকজন এসে বেলালের মা সামনুন নাহারকে মারধর করে ও লাঞ্চিত করে এবং আফজাল হোসেনকে হাতে থাকা রড দিয়ে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।বর্তমানে আফজাল হোসেন এমআব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।উক্ত ঘটনায় সামসুন নাহার রনিসহ কয়েকজনকে আসামী করে দিনাজপুর কোতয়ালি থানায় একটি অভিযোগ দাখিল করেন।