দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০২৩ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্তরে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা পরিষদের মূল গেটে এসে শেষ হলে পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সমাবেত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, সহকারি কমিশনার ভূমি মুরাদ হোসেন, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভার:) অদ্বৈত কুমার অপু।
এছাড়াও প্রত্যাশা বাংলাদেশ বিরামপুর শাখার ম্যানেজার মাহফুজুর রহমান রিপন, প্রত্যাশা বাংলাদেশ বিরামপুর শাখার উপজেলা প্রোগ্রাম সুপারভাইজার আজিজুর রহমান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।আয়োজনে উপজেলা প্রশাসন ও জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বিরামপুর-দিনাজপুর এবং সহযোগিতায়- প্রত্যাশা বাংলাদেশ
৩ দিন ২০ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে
২৩ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
২৭ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
৪২ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে
৪৩ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে
৪৫ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে