দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের দুই ভবনের মাঝের গলি থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে কোতয়ালি পুলিশ।
৯সেপ্টম্বর শনিবার সকাল ৮টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার ভবন এবং মহিলা মেডিসিন ওয়ার্ড ভবন দুটির মাঝখানের নিচের গলিতে ড্রেনের স্লাপের উপর থেকে আমেনা খাতুন( ৮০)এর মৃত দেহ উদ্ধার করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ সুত্রে জানা যায় যে আমেনা খাতুনকে গত ৫সেপ্টম্বর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।সে মহিলা মেডিসিন ওয়ার্ডের চারতালা সাদা ইউনিটের ২০নাম্বার বেডে চিকিৎসাধীন ছিলেন।মৃত আমেনা খাতুন পার্বতীপুর উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের উওর শালন্দর (নয়াপাড়া)গ্রামের মোঃ আফছার আলীর স্ত্রী।
৯সেপ্টম্বর দিবাগত রাত তিনটায় আমেনা খাতুনকে অনেক খোজাখুজি করে পাওয়া যায় না।সকালে মৃত আমেনা খাতুনের ছেলের বউ মোশরেবা খোজাখুজির এক পর্যায়ে নীচের দিকে তাকালে তার শ্বাশুরীকে নিচে পরে থাকতে দেখে পরিবার লোকজনসহ নীচে নেমে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইন চার্য ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।