উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে : আসিফ নজরুল পুলিশের নতুন লোগো প্রকাশ ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক কারাগারে অভিনেত্রী মেঘনা আলম মিয়ানমারে ফের ভূমিকম্প বেড়েছে সবজির দাম, সংকট সয়াবিন তেলের বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম আশাশুনিতে দেল ও চড়ক পূজার ঐতিহায্য ম্লান হতে শুরু করেছে। আক্কেলপুর যৌথ অভিযানে মাদকসহ আটক ১০ বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা উপকূলে জলবায়ু অবরোধ কর্মসূচী শ্যামনগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৮০ জন এডভোকেট এরফানুর রহমান মহামান্য হাইকোর্ট বিভাগের আইনজীবি হিসাবে তালিকাভুক্ত হওয়ার ১০ বছর পূর্ণ হল। চিলমারীর সিমান্তে মা ও মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় ২ গ্রামবাসীর মাঝে সংঘর্ষ ইসলামপুরে পরীক্ষা চলাকালে খোলা রাখায় ফটোকপির দোকান সিলগালা, ২ কর্মচারী আটক রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারিসহ গ্রেপ্তার-৩ বাকৃবি উপাচার্যের সাথে চাইনিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিল মাসুমা লালপুরে বসুন্ধরা শুভসংঘের অভিভাবক সমাবেশ কালিগঞ্জে সেনা অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারি আটক

জনপ্রিয়তার শীর্ষে বর্তমান সংসদ সদস্য দিনাজপুর-৬ শিবলী সাদিক এমপি


  •   আসন্ন আগামী সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য (এমপি) প্রার্থী শিবলী সাদিক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।

তিনি বর্তমানে দিনাজপুর-০৬ আসনে জাতীয় সংসদ সদস্য এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। জনসেবার কারনে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সুপরিচিত এবং দল-মত নির্বিশেষে সকল শ্রেনি-পেশার মানুষ তার আচার ব্যবহারে মুগ্ধ। এছাড়াও তিনি সাবেক নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং সংসদ সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।  


নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট, উপজেলার সংসদ নির্বাচনে তরুণ ও পুরাতুন ভোটারদের মাঝে আলোচনায় রয়েছে। চার উপজেলার মাটি ও মানুষের নেতা, গরীব দুখী-মেহনতি মানুষের বন্ধু শিবলী সাদিক এমপি। তিনি জনগনের কল্যাণে  নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে তার সরব ভূমিকা বিদ্যমান। এলাকার বিভিন্ন হাট-বাজার ও চায়ের দোকানে তাকে নিয়ে চলছে সর্বত্র আলোচনা এবং জনসাধারণের মধ্যে তাকে নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। এবারের সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের মধ্যে যোগ্য ও সৎ হিসেবে আওয়ামী লীগ নেতা শিবলী সাদিক এমপিকে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নিজ থেকেই তাঁর পক্ষে প্রচারণা সহ দোয়া চেয়ে জনসাধারণের দারপ্রান্তে যাচ্ছে।

সদালাপি, মিষ্টভাষী, পরোপকারী, রাজপথের লড়াকু সৈনিক শিবলী সাদিক এমপি, রাজ পথেই আছেন। একজন রাজনীতিবীদ হিসেবে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণত মানুষের সেবায়, এমনটাই দাবী করেন অত্র নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট, উপজেলাবাসী।


গত ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস” উপলক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট, উপজেলা পৃথক পৃথক স্থানে মাঠ পর্যায়ের আওয়ামী লীগ সদস্য ও সাধারণ জনগনের আয়োজনে এক বিরাট পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় কয়েক শত মোটর সাইকেল ও শতাধিক মাইক্রোগাড়ী নিয়ে সরকারের উন্নয়নমূল কাজের শ্লোগান দিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এই সভায় যোগ দেন।


এ সভায় প্রধান অতিথির বক্তব্যে শিবলী সাদিক এমপি বলেন, এ আসনে  যে উন্নয়ন সাধিত হয়েছে তা আওয়ামী লীগ সরকারের তথা দেশ নেত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। তাই শেখ হাসিনা সরকার বার-বার দরকার এই বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি আগামীতেও আপনাদের পাশে থাকতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণে মাদক, দূর্ণীতি, জুয়া, দারিদ্র্য মুক্ত এলাকা উপহার দেওয়ার প্রত্যয়ে জনগণের কাছে ছুটে চলছি। তিনি আরো বলেন, হিংসার রাজনৈতি না করে ভালবাসার রাজনীতি করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়েন নেতৃবৃন্দ।

Tag
আরও খবর



দিনাজপুরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৩ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে