জমির বিনিময়ে টাকা নিয়ে মেয়ের বিয়ে দিয়ে বাবা উদ্ধার হলেও উদ্বার হচ্ছে না সরল বিশ্বাসে মৌখিক কথায় টাকা দেয়া ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান নামে জনৈক এক ব্যক্তি ।বাবা পৃথিবী ছেড়ে চলে যাবার পর জমি দিবে বাবার সেই কথা রাখতে নারাজ সন্তানেরা।
এমনই এক ঘটনার জের ধরে দিনাজপুর বিরল উপজেলার ৩নং ধামৌইর ইউনিয়নের কাশিডাঙ্গা কবিরাজ পাড়ায় চলছে দু পক্ষের মধ্যে রেষারেষি।যেকোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ এমনই আশংকা করছেন স্থানীয় এলাকাবাসী বলে মন্তব্য করেন। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান বিরল থানায় একটি অভিযোগও দায়ের করেন।
বিরল উপজেলার ৩নং ধামৌইর ইউনিয়নের কাশিডাঙ্গা কবিরাজ পাড়ার শাফির মোহাম্মদ এর ছেলে মোঃ মিজানুর রহমান অত্র এলাকার মৃত তফির উদ্দিনের ছেলে মোঃ গুলজার হোসেন,মোঃ মঞ্জুরুল ইসলাম এবং মোঃ সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে বিরল থানায় এই মর্মে অভিযোগ করেন যে তাদের বাবা মৃত তফির উদ্দিন তার জীবদ্দশায় ২০০৩সালে তার ছোট মোছাঃরিনা আক্তারের বিয়ে দেবার সময় নগদ অর্থের প্রয়োজনে কাশিডাঙ্গা মৌজায় ২০শতক জমি বিক্রির প্রস্তাব করলে তৎকালীন সময়ে সর্বোচ্চ বাজার মুল্য ১লক্ষ ৩০হাজার টাকা দামদর নির্ধারণ করে জমি ক্রয় বাবদ সরল বিশ্বাসে মৌখিক কথায় ১লক্ষ ২৫হাজার টাকা তার সন্তানদের উপস্থিতিতে দিলে উক্ত জমির দখল বুঝিয়ে দিয়ে বলে জমির কাগজপত্র প্রস্তুত করার পর বাকী ৫হজার টাকা নিয়ে জমিটি রেজিস্ট্রি করে দিবেন।মেয়ের বিয়ে সম্পন্ন হবার পর মোঃ তফির উদ্দিন জমির কাগজপত্র তৈরি করে রেজিস্ট্রি দিবো দিচ্ছি করতে করতেই হঠাৎ উপরোক্ত ব্যক্তিদ্বয়ের বাবা তফির উদ্দিন হঠাৎ মারা যায় ।তার মৃত্যুর পর তার সন্তানেরা জমিটি রেজিস্ট্রি দিতে বিভিন্ন তালবাহানা শুরু করে।একাধিকবার বলার পরেও মৃত তফিল উদ্দিনের সন্তানেরা জমিটি রেজিস্ট্রি করে দেবার ব্যাপারে কোন ধরনের গুরুত্ব না দিয়ে জমিটি অন্যত্র বিক্রি করে দেবার চেষ্টা চালায় ।এমতাবস্থায় ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান ২ফেব্রুয়ারি সকাল ১১টায় পুনরায় মৃত তফিল উদ্দিনের সন্তানদের কাছে জমিটি রেজিস্ট্রি দেবার কথা বলতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে । বিরল কাশিডাঙ্গা কবিরাজ পাড়া এলাকায় স্বরজমিনে গেলে স্থানীয় মুরব্বি আনছার আলী,হাসেন আলীসহ একাধিক ব্যক্তিবর্গ মিজানুর রহমানের কাছে মৃত তফির উদ্দিন তার জীবদ্দশায় জমির বিনিময়ে টাকা নিয়েছেন এবং বর্তমানে তার সন্তানেরা বাবার টাকা নেয়াটা অস্বীকার করে জমিটি রেজিস্ট্রি দিতে তালবাহানা করছে বলে জানায় ৩নং ধামৌইর ইউনিয়ন পরিষদের ৫,৬,ও ৯নং ওয়ার্ডের মহিলাসংরক্ষিত আসনের মেম্বার মোছাঃ মনোয়ারা খাতুনও এই ঘটনার সত্যতা স্বীকার করেন তফির উদ্দিনের নিজের ভাই মোঃ মোকছেদ আলী বলেন আমাকে কেউ জানায়নি তবে আমি শুনেছি যে আমার ভাইএর কাছে মিজানুর রহমান জমি নিয়েছে। অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসলেম উদ্দিন বলেন উভয় পক্ষকে ডাকা হয়েছিল তবে মিজানুর রহমান আসলেও মৃত তফিল উদ্দিনের সন্তানেরা আসেনি।পুনরায় উভয় পক্ষকে ডেকে বিষয়টি নিয়ে বসবে বলেও তিনি জানান।ভুক্তভোগী মিজানুর রহমান তার কষ্টে উপার্জিত টাকায় কেনা জমি ফেরত পেতে আইনের সুদৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করেন।
৪ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৬ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
২০ দিন ১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩৫ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৩৬ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
৩৮ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৯ দিন ১৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪৪ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে