অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করনের দাবীতে দেশব্যাপী পল্লী বিদ্যুত সমিতির চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ দ্বিতীয় দিনেও দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এ কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।
২জুলাই দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এর প্রধান কার্যালয়ে দ্বিতীয় দিনে কর্ম বিরতি রেখে দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলনে অংশগ্রহণ করেন পল্লী বিদ্যুত সমিতি খানসামা জোনাল অফিসের এজিএম মোঃ ইফতেখার আহমেদ, সদর দপ্তরের এজিএম আনোয়ার হোসেন, বিরল জোনাল অফিসের এজিএম আব্দুল লতিফ, গোদাগাড়ী সাব জোনাল অফিসের এজিএম আব্দুল খালেক, সদর দপ্তরের এজিএম (অর্থ) তারেকুজ্জামান, চিরিরবন্দর জোনাল অফিসের এজিএম ইসরাত সুলতানা, সদর দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল আলীমসহ পল্লী বিদ্যুত সমিতির সকল জোনাল ও সাব জোনাল অফিসের চুক্তিভিত্তিক, নিয়মিত ও অনিয়মিত কর্মকর্তা কর্মচারীরা। এসময় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্বেচ্ছাচারিতার কারনে একদিকে যেমন গ্রাহক প্রতারিত হচ্ছে, অন্যদিকে আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।বৃটিশরা আমাদের শোষন করে চলে গিয়েছে, কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদের এখনও শোষন করে চলছে।পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আগ্রাসী মনোভাবের কারনে পল্লী বিদ্যুত সমিতির কত কর্মকর্তা ওএসডি হয়েছে, চাকুরি থেকে বরখাস্ত হয়েছে, কতজন চাকুরি হারিয়েছে। নিম্নমানের মালামালের কারনে কতজন অকালে প্রান হারিয়েছে। অথচ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কোন ভ্রুক্ষেপই নেই। বার বার আন্দোলন করেও আমাদের যৌক্তিক দাবিগুলো পুরনের করছে না। একই প্রতিষ্ঠানে দ্বৈতনীতি ও বৈষম্য আমরা কখনোই মেনে নেবো না।আমাদের দুই দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলনের অব্যাহত থাকবে।
৪ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে
১৬ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে
২০ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৫ দিন ১৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৬ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৮ দিন ১৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৯ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪৪ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে