দিনাজপুরে কোতয়ালি পুলিশের মাদক বিরোধী অভিযানে শহরের গুঞ্জাবাড়ী এলাকা থেকে ৬শ পিচ ইয়াবাসহ তিন শীর্ষ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পলিশ।দিনাজপুর পুলিশ সুপারের দিক নির্দেশনায় কোতয়ালি থানার অফিসার ইনচার্য তানভীরুল ইসলামের নির্দেশে ইন্টেলিজেন্স পুলিশ পরিদর্শক বিশ্বনাথ দাসের নেতৃত্বে ১০নভেম্বর বিকাল ৪টায় কোতয়ালি থানার এস আই বাদল কুমার মন্ডল,এস আই জাহিদুল ইসলাম,এস আই ইমাম,এএসআই শাহা আলম ও এ এস আই ননী গোপালের সহোযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে দিনাজপুর শহরের রাজবাড়ী গুঞ্জাবাড়ী এলাকা থেকে চট্রগ্রাম কক্সবাজার রামু থানার ধেতুয়া পালং এলাকার পিতা মৃত বদিআলমের ছেলে কামাল(৪৪),একই এলাকার রমিজের ছেলে ফরিদুল (২৮)এবং দিনাজপুর বিরল উপজেলার ধজির পাড়া এলাকার রমজান আলীর ছেলে রিয়াজুল (৪৫)কে ৬শ পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করে।উপরিউক্ত মাদক ব্যবসায়িরা দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন জায়গায় মাদক ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছে বলে পুলিশ তথ্যে জানা যায়।