রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দলটির নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা ও গুলিবর্ষণে নিহত-আহত এবং কার্যালয়ের ভেতরে তল্লাশির প্রতিবাদে জেলা বিএনপির ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপিপন্থি সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ।
বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতি প্রাঙ্গণে তারা এ কর্মসূচি পালন করেন।
প্রতিবাদ সমাবেশে দিনাজপুর জেলা বিএনপি’র সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. আব্দুল হালিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র উপদেষ্টা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মাহফুজ আলী চৌধুরী। জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা বিএনপি’র উপদেষ্টা এ্যাড. সাখাওয়াত হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আইনুল হক, সহ-আইনবিষয়ক সম্পাদক মোঃ এনাম আলী, সাবেক ছাত্র নেতা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি কবীর বিন গোলাম চার্লি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাডভোকেট এস এ জি মোস্তাকিম, এ্যাড. আনোয়ারুল আজিম ও ইউনুস আলী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে সরকারবিরোধী দলের যে কোনো কর্মসূচিতে অত্যন্ত গণতান্ত্রিক আচরণ করবে। আগামী ১০ ডিসেম্বরের বিএনপির ডাকা সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এতে আমরা সবাই অংশগ্রহণ করব। এ সমাবেশ সফল করতে সরকারকে গণতান্ত্রিক আচরন।
৩ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৩৮ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৩ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৭ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪২ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
৪৩ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৫ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে