দিনাজপুর সদর উপজেলার ১০নাম্বার কমলপুর ইউনিয়ন পরিষদের চৌকিদারদের সহোযোগিতায় আমদানী নিষিদ্ধ ৪০পিচ ভারতীয় ফেন্সিগ্রীবসহ হাফিজুর( ৪৫)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালী পুলিশ।
দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম সেবা এর সঠিক দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের চলমান প্রক্রিয়ায় দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইন চার্য মোঃ তানভীরুল ইসলামের তত্বাবধানে দিনাজপুর কোতয়ালি থানার এস আই ইমামের নেতৃত্বে সংগীয় ফোর্স সহ বৃহসপতিবার ১৫ডিসেম্বর সকাল ১১টায় ১০নং কমলপুর ইউনিয়ন পরিষদের দাফাদার আইয়ুব এর সহোযোগিতায় আই হাই থেকে ৯নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে হাফিজুরকে লাল গ্লামার ১২৫সিসি মটর সাইকেলের ছিটের নীচে বিশেষ কায়দায় রক্ষিত ৪০পিচ ভারতীয় ফেন্সীগ্রীব সহ গ্রেফতার করে দক্ষিন কোতয়ালীতে মাদক বিরোধী অভিযানের নেতৃত্বে থাকা এস আই ইমামের সাথে কথা বললে তিনি জানান আসামীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।