৬ জানুযারী শুক্রবার সকালে দিনাজপুর শহরের লিলির মোড় লুৎফরনেছা টাওয়ার এর সামনে এক বাসা থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত দুই ব্যক্তির নাম রইস উদ্দীন ও তার স্থী সুরাইয়া বেগম।তারা এ্যাড.নীলুফার রহিম এর বাসার দেখাশুনার কাজে নিয়োজিত ছিলেন।
ঘটনাস্থলে মৃত রইস উদ্দীনকে ফাসিতে ঝুলন্ত অবস্থায় এবং তার স্ত্রী মৃত সুরাইয়া বেগমকে মাথায় আঘাতপ্রাপ্ত রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখা যায়। স্থানীয় সুত্রে জানা যায় মৃত রইসউদ্দীন ও তার স্ত্রী সুরাইয়া বেগম এ্যাড. নীলুফার রহিমের এই বাসায় দীর্ঘ ১৫বছর যাবৎ বসবাস এবং কেয়ার টেকারের দায়িত্ব পালন করে আসছিল।ঘটনাস্থল পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করিম(প্রশাসন) সাংবাদিকদের বলেন এটা পরিকল্পিত নাকি স্বামী স্ত্রীর দ্বন্দে স্বামী স্ত্রীকে মেরে নিজে আত্মহত্যা করেছে কিনা তা এখনই স্পষ্ট করে বলা যাবে না।তবে তদন্ত সাপেক্ষেই প্রেস বিফ্রিং এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে।ঘটনাস্থল আইনশৃঙ্খলা বাহিনীর ডিবি,এনএসআই,পিবিআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা পরিদর্শন করেছেন