সাধ আর সাধ্যের মধ্যে শিশু কিশোরদের বাহারী পোশাকের সমাহার নিয়ে দিনাজপুরে "শৈশব" এর ৪৫তম শাখার শুভ উদ্ভোধন করা হয়।বৃহসপতিবার (১২জানুয়ারী)সন্ধ্যায় দিনাজপুর শহরের নিমতলাস্থ আলামিন টাওয়ার এর দ্বীতীয় তালায় ক্ষুদে শিশু কিশোরদের নানা আয়োজনে জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফিতা ও কেক কেটে শিশু কিশোরদের পছন্দের পোশাক ব্রান্ড 'শৈশব' এর শুভ উদ্ভধন করেন অনুষ্ঠানের প্রধান অথিতি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি রেজা হুমায়ন ফারুক চৌঃ শামীম।এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ দিনাজপুর পৌর আওয়ামীলীগ এর সভাপতি এ্যাড. শামীম বাবু,শৈশব বাংলাদেশ এর সিইও সাকিব চৌঃ, লায়ন্স ক্লাব দিনাজপুর জেলা শাখার প্রেসিডেন্ট সাইদুর রহমান,ঢাকা অটো রাইস মিলের স্বত্তাধিকারী হাজী হোসেন,এলিন মেশিনারী ষ্টোর্স এর স্বত্তাধিকারী হাজী মোঃ খলিলুর রহমান প্রমুখ। আমন্ত্রিত অথিতিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্জলী বুটিকস এর স্বত্তাধিকারী ও নারী উদ্যোক্তা সম্পা দাস মৌ সহ অনেকে।
০থেকে ১৫বছরের সব বয়সের শিশু কিশোরদের সব ধরনের পোশাকের সমাহার নিয়ে রুচিশীল ও গুনগত মানসম্পন্ন এবং সহজলভ্য দামের নাগালে রেখে শৈশব দেশব্যাপি ব্যবসা পরিচালনা করে আসছে। হাটি হাটি পা পা করে যাত্রা শুরু করে শৈশব এর আজ দিনাজপুরে ৪৫তম শাখার শুভ উদ্ভোধন হলো। ব্যক্তিত্ব, রুচিশীল এবং গুনগত মানের কারনে শৈশব আজ শিশু কিশোরদের কাছে পোশাকের একটি গ্রহনযোগ্য ব্রান্ডে রুপান্তরিত হয়েছে। শিশুদের জন্ম থেক শুরু করে ১৫বছর পর্যন্ত কিশোরদের ব্যবহার্য সব ধরনের পোশাকের সমাহার নিয়ে ঢাকা,চট্রগ্রাম,বগুড়া,ব্রাম্মনবাড়িয়া,নারায়নগঞ্জ,খুলনা,সিলেট,টাঙ্গাইল,জয়পুরহাট ভৈরব সহ আরো অনেক জেলার ন্যায় এখন দিনাজপুরেও শৈশবের যাত্রা শুরু হলো। শৈশবের দিনাজপুর ব্রাঞ্চের স্বত্তাধিকারী মোঃজামান বলেন শিশু কিশোরদের যুগোপযোগী পছন্দের এবং বাহারী ডিজাইনের পোশাকের সমাহার নিয়ে দিনাজপুরে শৈশবের যাত্রা শুরু করলাম।সব ধরনের ক্রেতাদের চাহিদা অনুযায়ী পন্য সরবরাহ করে শৈশবকে দিনাজপুরের শিশু কিশোরদের কাছে একটি চমকপ্রদ ব্রান্ডে রুপান্তরিত করাই আমদের এই ব্যবসার সফলতা।
উল্লেখ্য যে পল্লব সরকারের ব্যবস্থাপনায় তার নৃত্য বিতানের শিশু কিশোরদের আয়োজনে নৃত্য,কবিতা আবৃতি ও ফ্যাশন শো অনুষ্ঠানের মধ্য দিয়ে শৈশবের আনুষ্ঠানিক উদ্ভোধন সম্পন্ন হয়।
৩ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৪২ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৩ দিন ১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৭ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪২ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৩ দিন ১৯ ঘন্টা ২২ মিনিট আগে
৪৫ দিন ১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে