স্মৃতির পাতায় রয়ে যাওয়া স্কুল জীবনের পুরোনো বন্ধু ও তাদের পরিবার নিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হলো এসএসসি- ৯৪ ব্যাচের এক মিলন মেলা।
"কারণে আর অকারণে বন্ধুত্বের টানে" এই শ্লোগানকে সামনে রেখে ৩ফেব্রুয়ারি শুক্রবার দিনাজপুরের বিরল উপজেলায় অবস্থিত বিনোদন পার্ক জীবন মহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এসএসসি-৯৪ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সঞ্জয় দাস রনো,লাইস উদ্দীন সায়িদ ও সাব্বির আহম্মেদ শামীম এর সার্বিক ব্যবস্থাপনায় এবং ইসতিয়াক চৌঃ,রিমন আহম্মেদ, রুমু,বিপাশা মুরছালিন ও সামাসহ অনেকের সক্রিয় সহোযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত ৯৪ ব্যাচের মিলন মেলার অনুষ্ঠান কর্মসূচিগুলোর মধ্যে ছিল ছোট্র সোনামুনি,বন্ধু ও বান্ধবীদের ক্রিয়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরনী,র্যাফেল ড্রো, ব্যান্ড শো ও সংগীতানুষ্ঠান ।সংগীতানুষ্ঠানটি পরিচালনা করেন বিপাসা মুরছালিন ও ব্যান্ড সংগীতের গায়ক পাপ্পু আহম্মেদ। আর সারা দিনের অনুষ্ঠান কর্মসূচির সঞ্চালনা করেন রুমানা শাখী।
৩ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৪২ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৩ দিন ১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৭ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪২ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৩ দিন ১৯ ঘন্টা ২২ মিনিট আগে
৪৫ দিন ১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে