আবহমানকাল ধরে অতিবাহিত চিরাচরিত রাজপ্রথা অনুযায়ী শ্রীশ্রী কান্তজীউ বিগ্রহকে কান্তনগর মন্দির থেকে নদীপথে নৌবহর করে দিনাজপুর রাজবাটি মন্দিরে নিয়ে আসা হয়।এরই ধারাবাহিকতায় ১৭আগষ্ট বুধবার সকাল ৭টায় কাহারোল উপজেলার কান্তনগর মন্দিরে শ্রীশ্রী কান্তজীউ যুগল বিগ্রহের পূজা অর্চনা শেষে আইনশৃঙ্খলাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কান্তনগর ঘাটে এসে নৌহবহর করে দিনাজপুর ১আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও হাজার হাজার ভক্তবৃন্দ এবং পূর্নার্থীদের উপস্তিতিতে শ্রীশ্রী কান্তজীউ বিগ্রহের বিদায় জানানো হয়।কান্তনগর মন্দির থেকে নদীপথে দিনাজপুর রাজবাটি প্রাঙ্গনে পৌছানো অবদি সার্বিক মনিটরিং এর দায়িত্বে নিয়োজিত থাকবেন দিনাজপুর ১আসনের সংসদ সদস্য ও হিন্দুধর্মীয় কল্যান ট্রাষ্টের সভাপতি মনোরঞ্জন শীল গোপাল ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম।এছাড়াও নদীপথে কান্তজীউ বিগ্রহ দিনাজপুর রাজবাটি নিয়ে আসা অবদি ফায়ার সার্ভিস,মেডিক্যাল টিম এবং সব স্তরের আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যারাও উপস্থিত থাকবেন বলে রাজদেবোত্তর এস্টেটের সভাপতি জেলা প্রশাসক সুত্রে জানানো হয়।।পূর্নভবা নদীর কান্তনগর ঘাট থেকে ১৫টি নৌকার বহর নিয়ে ২০কিঃমিঃ নদী পথের যাত্রায় ৩৭টি ঘাটে ভক্তবৃন্দের পূজা অর্চনা শেষে সন্ধ্যায় সাধুর ঘাটে অবতরন করার পর অগনিত ভক্তবৃন্দ ও পূর্নার্থীদের নিয়ে শোভাযাত্রা করতে করতে শ্রীশ্রী কান্তজীউ যুগল বিগ্রহকে দিনাজপুর শহরের রাজবাটী মন্দিরে নিয়ে যাওয়া হবে।