দিনাজপুরে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করেছে দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের ৪ জন রোভার। দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট রোভার স্কাউট গুপের চার সদস্য ১৭ফেব্রয়ারি সকালে টেক্সটাইল ইনষ্টিটিটিউট থেকে পায়েঁ হেঁটে যাত্রা শুরূ করে পঞ্চগড় বাংলাবান্ধা ০পয়েন্টে গিয়ে শেষ হবে।১৭তারিখ থেকে ২১ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রোভার স্কাউট গ্রুপের চার সদস্যের পাঁয়ে হেঁটে ১৫০কিঃমিঃপরিভ্রমন।
"সবাই একটু সচেতন হলে,
বিদ্যুৎ অপচয়ে মুক্তি মেলে,না করলে দুর্নীতি দেশের হবে উন্নতি,প্লাস্টিক বর্জন করুন জলবায়ু রক্ষা করুন, মাটির শত্রু পলিথিন, বিকল্প ব্যবহার বেঁছে নিন।” এই স্লোগান গুলো কে সামনে রেখে শুক্রবার সকালে দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট থেকে রোভার শামিম আহমেদ, এসএম জুলফিকার আলী, সাকিব আহম্মেদ,আসিফ হাসান সাকিব এই পরিভ্রমণ শুরু করেছে যা বাংলবান্ধা জিরো পয়েন্ট এ গিয়ে শেষ হবে। যাত্রাপথে তারা বিভিন্ন শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে বিদ্যুৎ অপচয়ে সচেতনতা,দূর্নীতি রোধ,প্লাস্টিক বর্জন, জলবায়ু রক্ষা,পলিথিন এর বিকল্প ব্যবহারে সচেতনতা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাবে।
পাঁয়ে হেঁটে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা রোভার এর সদ্য সাবেক কমিশনার সাইফুদ্দিন আখতার,সদ্য সাবেক সম্পাদক মো: জহুরুল হক, জেলা রোভার এর বিভিন্ন নেতৃবৃন্দ , রোভার স্কাউটস লিডার মো: নুরে আলম সিদ্দিকী, শিক্ষক -শিক্ষিকাবৃন্দ ও রোভার স্কাউটবৃন্দ।
রোভার সদস্যদের যাত্রাকালে দেখা করেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ওয়াদুদ আলি, বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর উপ পরিচালক আব্দুর রশিদ, বীরগঞ্জ সরকারি কলেজ গার্ল-ইন রোভার লিডার রুমানা ফারজানা সহ আরো অনেকেই।