উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে : আসিফ নজরুল পুলিশের নতুন লোগো প্রকাশ ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক কারাগারে অভিনেত্রী মেঘনা আলম মিয়ানমারে ফের ভূমিকম্প বেড়েছে সবজির দাম, সংকট সয়াবিন তেলের বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম আশাশুনিতে দেল ও চড়ক পূজার ঐতিহায্য ম্লান হতে শুরু করেছে। আক্কেলপুর যৌথ অভিযানে মাদকসহ আটক ১০ বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা উপকূলে জলবায়ু অবরোধ কর্মসূচী শ্যামনগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৮০ জন এডভোকেট এরফানুর রহমান মহামান্য হাইকোর্ট বিভাগের আইনজীবি হিসাবে তালিকাভুক্ত হওয়ার ১০ বছর পূর্ণ হল। চিলমারীর সিমান্তে মা ও মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় ২ গ্রামবাসীর মাঝে সংঘর্ষ ইসলামপুরে পরীক্ষা চলাকালে খোলা রাখায় ফটোকপির দোকান সিলগালা, ২ কর্মচারী আটক রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারিসহ গ্রেপ্তার-৩ বাকৃবি উপাচার্যের সাথে চাইনিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিল মাসুমা লালপুরে বসুন্ধরা শুভসংঘের অভিভাবক সমাবেশ কালিগঞ্জে সেনা অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারি আটক

দিনাজপুর জেলা হারভেষ্টার মালিক সমিতি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 ১৮ ফেব্রুয়ারি শনিবার দিনাজপুর শহরের মার্টিন চাইনিজ রেস্তোরাঁয় সকাল ১০টায় ১৩উপজেলা থেকে আগত হারভেষ্টার মালিক গ্রুপের সদস‍্যদের নিয়ে দিনজপুর জেলা হারভেষ্টার মালিক সমিতি গঠনে মতবিনিময় সভায় কৃষকরা বলেন বর্তমান সরকার কৃষক ও কৃষিখাতকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রের ব‍্যবহার নিশ্চিত করতে খামার যান্ত্রীকরন প্রকল্পে যে পরিমান ভর্তুকি দিচ্ছে তা দেশের চলমান উন্নয়নের ক্ষেত্রে এতবড় সাবসিডি(ভর্তুকি) আর কোন প্রকল্পে দেয়া হয় না।কৃষিক্ষেত্রে যান্তিকরনের ব‍্যবহার নিশ্চিত করতে সরকার উওরাঞ্চলে হারভেষ্টার মেশিন ক্রয়ে  শতকরা ৫০ভাগ এবং হাওড় অর্থাৎ দক্ষিনাঞ্চলের বন‍্যা কবলিত হাওর এলাকায় হারভেষ্টার মেশিন ক্রয়ে কৃষককে শতকরা ৭০ভাগ ভর্তুকি দিচ্ছে।সরকারের দেয়া ভ‍র্তুকি এবং সহজ কিস্তিতে পরিশোধ করার শর্ত সাপেক্ষে হারভেষ্টার মেশিন ক্রয় করে কতিপয় হারভেষ্টার মেশিন বিক্রয়কারী প্রতিষ্ঠানের চাতুরতা ও মধ‍্যস্থতাকারী কিছু দালালের কারনে বিপাকে পরছে প্রান্তিক পর্যায়ের কৃষক।শর্ত সাপেক্ষে কৃষকের ক্রয়কৃত হারভেষ্টার মেশিনের মুল‍্য সরকারের দেয়া ভর্তুকির টাকা বাদে অবশিষ্ট শতকরা ৫০ভাগ টাকা ১হাজার ঘন্টা ব‍্যবহারের পর কিস্তি পরিশোধের সময় নির্ধারন থাকলেও হারভেষ্টার বিক্রয়কারী প্রতিষ্ঠান যেমন মেটাল,এসকিউ ও এসিআই গ্রুপের কর্মকর্তারা ছয় মাস বা এক ফসল উঠানোর সাথে সাথেই কৃষককে মেশিন ক্রয়ের অবশিষ্ট টাকার কিস্তি পরিশোধে চাপ দিতে থাকে। প্রথম উত্তোলিত ফসলের পর কৃষকরা কিস্তির টাকা পরিশোধে ব‍্যর্থ হলে কৃষকের হারভেষ্টার মেশিন জব্দ করে নেয় বিক্রয়কারী প্রতিষ্ঠান।ফলে সরকারের দেয়া ভর্তুকি পেয়েও ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রান্তিক পর্যায়ের কৃষকরা আর লাভবান হচ্ছে মধ‍্যস্ততাকারি কিছু দালাল ও হারভেষ্টার বিক্রয়কারী প্রতিষ্ঠান।হারভেষ্টার মালিক সমিতি গঠনের মতবিনিময় সভায় মোঃ মনির সভাপতিত্বে ফুলবাড়ী থেকে আগত কৃষক ড.আনোয়ার হোসেন,নবাবগঞ্জ থেকে আগত কৃষক সারোয়ার হোসেন,দিনাজপুর সদর পুলহাটের কৃষক তৌহিদ,ঘোড়াঘাটের কৃষক মোঃ আলি ফেরদৌস,বোচাগঞ্জের কৃষক মোঃ মাসুদ প্রমুখ উপোরোক্ত কথাগুলো বলেন।এছারাও তারা আরো বলেন ৩৩টি জেলায় হারভেষ্টার মালিক সমিতি থাকলেও দিনাজপুরে না থাকায় দিনাজপুরের হারভেষ্টার মালিক পক্ষের কোন সদস‍্য অন‍্য জেলায় গিয়ে কাজ করতে পারে না।অথচ কোন হাওর অঞ্চল বা অন‍্যান‍্য জেলার হারভেষ্টার মালিক গ্রুপের সদস‍্যরা দিনাজপুর জেলায় এসে বিঘা প্রতি কম মুল‍্যে ফসল কাটার ফলে আমরা ন‍্যায‍্য মুল‍্য থেকে বঞ্চিত হচ্ছি।কারন হাওর অঞ্চলে ক্ষামার যান্ত্রীকরন প্রকল্পে কৃষকদের দেয়া হয় সরকারের শতকরা ৭০ভাগ ভর্তুকি আর আমাদের দেয়া হয় ৫০ ভাগ।ফলে অনাআসেই ঐসব অঞ্চলের কৃষকরা সহজে কিস্তি পরিশোধ করতে পারে।ফলে এক দুই সিজনেই তাদের যন্ত্রের টাকা উঠে যাওয়ায় পরবর্তীতে তারা আমাদের জেলায় এসে বিঘা প্রতি কম মুল‍্যে জমির ফসল কাটে।ফলে আমরা এই অঞ্চলের কৃষকদের সিজনকালেও ক্ষতির সমুক্ষীন হতে হয়।তাই বৈষম‍্য দুরীকরনে এবং নিজ জেলার পাশাপাশি অন‍্য জেলায় কাজের সুবিধা ও বিঘা প্রতি নির্দিষ্টে মুল‍্যে ফসল কর্তন অন‍্য জেলায় গিয়ে ফসল কাটার ক্ষেত্রে কোন প্রকার অতিরিক্ত টাকা প্রদান না করা সহ প্রান্তিক পর্যায়ের হারভেষ্টার মালিক সমিতির মাধমে কৃষকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষার্তে দিনাজপুর জেলায় সক থানা থেকে আগত হারভেষ্টার মালিক গ্রুপের সদস‍্যদের সর্বসম্মতিক্রমে দিনাজপুর জেলার হারভেষ্টার মালিক সমিতির কার্যকরী সদস‍্য হিসেবে  দিনাজপুর সদরের মোস্তফা,নিলয়,জামান,রুবেল,জুয়েল,ঘোড়াঘাটের মোঃ আলি ফেরদৌস,বোচাগঞ্জের মোঃ মাসুদ,কাহারোলের মোঃ হিরা,ফুলবাড়ীর মোঃ আনোয়ার সহ তেরোটি উপজেলা থেকে সদস‍্য নিয়ে দিনাজপুর জেলা হারভেষ্টার মালিক সমিতি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও খবর



দিনাজপুরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৩ দিন ১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে