দিনাজপুর জেলা পরিষদের বিরুদ্ধে কিছু মিডিয়ায় নেতিবাচক সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলওয়ার হোসেন।আজ সোমবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তিনি। এ ছাড়াও সকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমেও তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, গত ১৯ ফেব্রুয়ারি দৈনিক গণজাগরণ, ৬ ফেব্রুয়ারি দৈনিক দিনের আলো ও একটি অনলাইন পত্রিকা আনলিমিটেড নিউজ এ “তিন ভুতে গিলে খাচ্ছে জেলা পরিষদ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটিতে যে সব বিষয় তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। সংবাদটির প্রতিটি লাইনে মিথ্যা তথ্য ঢুকিয়ে মূলত চটকদার একটি নিউজ তৈরি হয়েছে। এর সাথে সত্যের কোনো মিল নেই। প্রকৃতপক্ষে জেলা পরিষদ নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন উন্নয়ন কাজ করা যাচ্ছে। এখানে টাকা আত্মসাতের বিষয়টি কাল্পনিক। কোনো কর্মকর্তা বা কর্মচারী জেলা পরিষদের একটি টাকা আত্মসাত করেনি। সংবাদে উল্লেখিত সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অবৈধ টাকায় কোটি টাকা খরচে বিলাসবহুল বহুতল ভবন নির্মাণের সংবাদটিও সত্যের অপলাপ মাত্র। ৪০% কমিশন বাণ্যিজের যে অভিযোগ উচ্চমান সহকারী মানিক, শিরিন ও জয়নাল আবেদীনের বিরুদ্ধে আনা হয়েছে তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এটি কেউ প্রমাণও করতে পারবে না। মূলতঃ একটি মহল সম্পন্ন অসৎ উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে এ সংবাদ পরিবেশন করিয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান আরো বলেন, নতুন চেয়ারম্যান হিসেবে আমার ভাব-মর্যাদা ক্ষুন্ন করতে ওই মহলটি এমন অপপ্রচারে লিপ্ত হয়েছে। যা সম্পূর্ণ অনাকাঙ্খিত ও দুঃখজনক। আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে জেলা পরিষদের মতো এমন ঐতিহ্যবাহী উন্নয়ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ পরিবেশনে আরও বেশি যত্নবান হবার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি
৩ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৩৮ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৩ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৭ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪২ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
৪৩ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৫ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে