দিনাজপুরে জাল টাকাসহ আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
২০ ফেব্রয়ারি বিকালে দিনাজপুর সদর উপজেলার ৮ নং শংকরপুর ইউনিয়নের ঠাকুরাইন বাজারে ৪হাজার জাল টাকাসহ উক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটক মোঃ আব্দুস সালাম বগুড়ার বাসিন্দা। বন তেতুলিয়াপোস্ট আলতাফপুর থানার দুপচাচিয়া উপজেলার নাসিরুদ্দিনের ছেলে।।তার সংগে আব্দুল্লা নামে আরেক ব্যক্তি ঠাকুরাইন বাজারে কাচাবাজারের দোকানে গিয়ে জালটাকার নোটগুলো দিয়ে খরচ করতেছিলেন। পরিশেষে গরুর খাদ্যের দোকানে খরচ করতে গেলে মেহেরাব আলী নামে ঐ গোখাদ্যের দোকানীর কাছে ধরা পড়েন। পরে স্থানীয় জনতা সহ তাকে ধরে দফাদার মোস্তাক আলীর হেফাজতে দেন।আটককৃত ব্যক্তির কাছে পাঁচটা ১হাজার টাকার ও একটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে দফাদার মোস্তাক আলী দিনাজপুর কোতয়ালী থানায় খবর দিলে এসআই ইমানের নিকট অত্র ইউনিয়নের ৫ ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ ও ৪.৫.৬ ওয়ার্ডের ইউপি সদস্যা ফরিদা বেগমের স্বামী মিজানুর রহমান এবং স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে আটককৃত ব্যক্তিকে হস্তান্তর করা হয়। তবে আব্দুল্লা নামের তার সংগীয় ব্যক্তিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।