দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।মহান ২১শে ফেব্রয়ারি উপলক্ষে দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে দিনাজপুর গোরে শহীদ বড় ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।জেলা প্রশাকের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পরপরেই দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পুলিশ সুপার শাহ্ মোঃ ইফতেখার আহমেদ বিপিএম সেবা।
এর পরেই একে একে সরকারি বিভিন্ন দপ্তর,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিল্প,সংস্কৃতি বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।সকালে দিনাজপুর ৫আসন(পার্বতীপুর,ফুলবাড়ী)এর এমপি সাবেক প্রাঋমিক ও গনশিক্ষা মন্ত্রী,দিনাজপুর জেলা আওয়ালীগের সভাপতি এ্যাড,মোস্তাফিজার এমপি দলীয় নেতাকর্মীদের সংগে নিয়ে আওয়ালীগের দলীয় কার্যালয় হতে র্যালি করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা,যুগ্ম সাধারন সম্পাদক খালেকুজ্জামান চৌঃ মাইকেল সহ জেলা ও মহিলালীগের নেতা নেত্রীবৃন্দ।
এছাড়াও সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে র্যালি করে শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।দিনাজপুর জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে ২১শে ফেব্রুয়ারি ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা গ্রহন করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটকে মোতায়ন করা হয়েছিল।ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে দিনাজপুরে সুষ্ঠ ও সুন্দরভাবে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।