দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উদযাপিত হয়েছে।শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে ১৯আগষ্ট সকাল থেকেই চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বি হাজার হাজার ভক্তবৃন্দ সমাবেত হতে থাকে।দুপুর ২টায় উচ্চবিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখার আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হাসান এর সহধর্মিনী নাজমুন নাহার, শ্রীকৃষ্ণের স্মৃতিচারন করে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিসনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ,বিশেষ অথিতিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখার আহবায়ক ডা.নবীন চন্দ্র রায়,অত্র উপজেলর পূজা উদযাপন পরিষদ এর সদস্য সচীব নারায়ন চন্দ্র রায়, আমন্ত্রিত অথিতিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনজপুর জেলা শাখার সঞ্জিত দাস সহ প্রমুখ।সর্বশেষ অদ্যকার অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখার আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় এর বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার পরিসমাপ্তি হয়।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন খতেজোনপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিনয় কুমার রায়। আলোচনা সভা শেষে দুপুর ৩টায় হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে এক বর্নাঢ্য র্যালি চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় বিদ্যালয়ে এসে সমাপ্ত হয়।র্যালি শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়।