দিনাজপুরে গত দুইদিনে ২মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।গত ৬মার্চ দিনাজপুর সদরের পুলহাট স্টেডিয়াম এর গ্যালারির নীচে ময়লার স্তুপ থেকে নিখোঁজের তিনদিন পর শাহারিন আলম বিপুল(১৮)নামে এক কলেজ ছাত্রের অর্ধগলিত লাস উদ্ধার করে পুলিশ।মৃত শাহারিন আলম বিপুল দিনাজপুর সরকারি সিটি কলেজের ছাত এবং সদর উপজেলার ৯নং আশ্করপুর ইউনিয়নের বটেরহাট গোবিন্দপুর এলাকার মোস্তাফিজুরের ছেলে। দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্য এঘটনার সত্যতা স্কীকার করে বলেন মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ,ডিবি,পিবিআই একযোগে মাঠে নেমেছে।আশা করছি খুব শীঘ্রই আমরা মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করতে পারবো।আবার ৭মার্চ মঙ্গলবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের দক্ষিন ফরিদপুর তেলিপাড়া গ্রামের পল্লী চিকিৎসক মাহাফুজ আলম নামে পানি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে বীরগঞ্জ পুলিশ।এ ঘটনার সত্যতা স্বীকার করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্য সুব্রত সরকার বলেন পল্লী চিকিৎসক মাহাফুজ আলম পান খেয়ে মাথা ঘুড়ে পানিতে পড়ে মৃত্যুবরন করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।কারন তার সংগে থাকা মোবাইল সহ সবকিছুই তার কাছ থেকে উদ্ধার হয়েছে।তবে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে।এবং আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।