ফরিদপুরের ভাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আলমগীর হত্যা কান্ডের বিচার দ্বাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে। শুক্রবার সকাল ১০টার সময় নিহতের গ্রামের বাড়ি ছোট খারদিয়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শত শত গ্রামবাসি মানববন্ধনে অংশ নেয়।
এসময় মানববন্ধনে নিহতের স্ত্রী বিলকিস বলেন, আমার স্বামীকে কাওছার মাতুব্বর, ছানু মাতুব্বর সহ যাহারা হত্যা করছে তাদের সবার ফাঁসি দাবী করছি। আমি ৫৭ জনের নামে বাদি হয়ে মামলা করেছি, নুরু সহ ৩-৪ জন আসামি গ্রেফতার হয়েছে, বাকি আসামিরা যাতে গ্রেফতার হয় এই জন্য পুলিশের প্রতি অনুরোধ করছি। মানববন্ধন বক্তব্যে আদম কাওছার বলেন, আমার ভাইকে এলাকার লাঠিয়াল বাহিনী যাহারা হত্যা করছে তাদের আটক করে, দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানাই। এছাড়া গ্রামবাসির পক্ষে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
এদিকে গত রবিবার সকালে সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মাতুব্বর নিহত হওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তার দলের জলিল মাতুব্বর ও আইয়ুব মাতুব্বরের লোকজন প্রতিপক্ষ দলের কাওছার ও বাবলু মাতুব্বরের লোকজনের বাড়ি ঘর ভাংচুর ও ব্যাপক লুঠপাট করে নিয়ে যায় ।
এবিষয় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত আলমগীর মারা যাওয়ার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এঘটনায় ২-৩ জনকে আটক করা হয়েছে। আর আসামিদের বাড়ি লুঠপাট ঠেকাতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যদি কাউকে ভাংচুর ও লুঠপাট করতে দেখা যায় তাকে আটক করে আইন গত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
৩ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৩ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
১৪১ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪২ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪৮ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৬৫ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১৬৫ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১৬৮ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে