সদরপুরের ভাষাণচর ইউনিয়নের জমাদ্দার ডাঙী এলাকায় গতকাল নির্মাণধীন ব্রীজের রড বাঁধাইয়ের কাজ করছিলেন নির্মাণ শ্রমিক।
অপরিকল্পিত ভাবে মাটি ঘননের কারণে হটাৎ পাশের রাস্তা থেকে নির্মাণ শ্রমিকদের উপর মাটি ধ্বংসে পড়লে ঘটনাস্থলেই তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়,আহত হন চার শ্রমিক।
এলাকাবাসীর অভিযোগ অনিয়ম আর অপরিকল্পিত ভাবে মাটি খননের কারণে এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে।শ্রমিকরা এই ঝুঁকির মধ্যে কাজ করতে চাইছিলেন না।তাদের কে ভয় ভীতি প্রদর্শন করে নির্মাণ কাজে বাধ্য করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুরের ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার আঃ ছালাম জানান,গতকাল বুধবার (৩১ মে) বারটার সময় খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আমার ফায়ার ফাইটার ও পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালান।তিনজন শ্রমিক কে মাটির নিচে থেকে মৃত্যু অবস্থায় উদ্ধার করি এবং চারজন আহত শ্রমিক কে সদরপুরের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
খবর পেয়ে সদরপুর থানা অফিসার ইন চার্জ সুব্রত গোলদার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ভাংগা সার্কেল) মোঃ হেলাল উদ্দিন জানান, গতকাল সদরপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা,পুলিশ ও স্হানীয় জনগণ নিহত শ্রমিকদের উদ্ধার কাজে সহয়তা করেন।এব্যাপারে সদরপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।নিহত পরিবারদের লিখিত অভিযোগ পাওয়া যায়নি।পুলিশের তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (১ জুন)সদরপুরের জমাদ্দার ডাঙী এলাকায় নির্মাণধীন ব্রীজের কাজ করার সময় পাশের রাস্তার মাটি ধসে তিনজন নির্মাণ শ্রমিক নিহত হওয়ার স্থান পরিদর্শন করেন,পরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম,সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল এবং থানা ইন চার্জ সুব্রত গোলদার।
৩ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৩ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
১৪১ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪২ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪৮ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৬৫ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১৬৫ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৬৮ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে