বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছেন শিক্ষকরা।
মঙ্গলবার (১ আগস্ট) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।
সভা শেষে শেখ কাওছার আহমেদ বলেন, আমাদের মূল দাবি ছিল সরকারি-বেসরকারি স্কুলের মধ্যে যে বৈষম্য রয়েছে সেটি দূর করতে হবে। আজকের সভায় সরকারি-বেসরকারি স্কুলের বৈষম্য দূর করার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। জাতীয়করণের দাবির বিষয়ে সরকার যে দুটি কমিটি করেছে সেখানে শিক্ষক প্রতিনিধিদের রাখার কথা বলা হয়েছে।
তিনি আরও বলেন, সভায় যারা উপস্থিত ছিলেন তারা আমাদের বলেছেন, জাতীয়করণ করতে কত টাকা খরচ হবে সেই তথ্য কমিটি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। এরপর তিনি জাতীয়করণের ঘোষণা দেবেন। আমরা এতে সন্তোষ প্রকাশ করেছি। কর্তৃপক্ষের এমন আশ্বাসে আমরা আমাদের আন্দোলন এবং অনশন স্থগিত ঘোষণা করছি। আগামীকাল বুধবার থেকে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন।
প্রসঙ্গত, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েক হাজার শিক্ষক। ২২তম দিনে আজ মঙ্গলবার থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।
৩ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৩ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
১৪১ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪২ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪৮ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৬৫ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১৬৫ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৬৮ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে