আমাদের আশেপাশে যারা দেশসেবায় দিনরাত অনবরত কাজ করছেন, হয়ত নিজের পরিবারকে সময় না দিয়ে সেখানে তারা আমাদের সেবায় তারা সদা নিয়োজিত। দিন নেই রাত নেই, কিন্তু তাদের কোন ক্লান্তি নেই। দেশগঠনে তাদের ভূমিকা অপরিসীম। কিন্তু এত সেবা দেবার পরেও হয়ত আমরা তাদের কখনো ওভাবে ধন্যবাদ জানাই? হ্যা হয়ত বলা হয়ে ওঠেনা।
এর জন্যেই ভলেনটিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ফরিদপুর জেলার এর ব্যাতিক্রমী উদ্যোগ। ইভেন্ট Great Kindness Challenge উপলক্ষে ভলান্টিয়াররা গিয়েছিল তাদের কাছে একটি ফুল দিয়ে তাদের অসামান্য ভূমিকাকে স্বীকৃতি জানানোর জন্য।
ভিবিডির সভাপতি শাহিনুর রহমান পান্থ বলেন, ভিবিডি ফরিদপুর বরাবরই চেস্টা করে ব্যাতিক্রমী কিছু করার৷ এরই প্রেক্ষিতে আমরা আয়োজন করি Great Kindness Campaign নামক ইভেন্টটি। উক্ত ইভেন্টে ফরিদপুরের নগর সেবায় নিয়োজিত ব্যাক্তিবর্গের কাজ কে স্বীকৃতি জানাতে গোলাপ দিয়ে অভ্যর্থনা জানানো হয়। ভিবিডি ফরিদপুরের ভলান্টিয়ারদের এই কাজকে অনেকেই সাধুবাদ জানান৷। এমন সব কার্যক্রমের মাধ্যমে ভিবিডি ফরিদপুর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন, ভলেনটিয়ার ফর বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখার ভলেনটিয়ার মোঃ অসীম মোল্যা, শাহিনুর রহমান পান্থ, নোফেল সেলিম বিপ্লব ও মোঃ সোমশের।
৩ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬৩ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
১৪১ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪২ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪৮ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৬৫ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১৬৫ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৬৮ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে