আজ ১৭ই সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ বরিবার দুপুর ১২টায় ৩০মিনিটে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অন্তর্গত Reintegration of Migrant Workers in Bangladesh project- এর আওতায় অষ্টম, নবম ও দশম শ্রেনীর ছাত্র-ছাত্রীগণের উপস্থিতিতে এক স্কুল প্রোগ্রাম আয়োজন করেন ফরিদপুর এমআরএসসির আওতাধীন ভাঙ্গা উপজেলা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার পার্থ দাস।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মাঝে বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ সম্পর্কে তথ্য প্রচার এবং প্রবাসীদের পাশে থাকার জন্য উদ্বুদ্ধ করা হয়।
এখানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোহাম্মদ নয়ন শিকদার, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: হেমায়েত হোসেন মিয়া ও সহকারী ও শিক্ষক-শিক্ষিকা। আরো উপস্থিত ছিলেন ৯৪জন শিক্ষার্থী।
উক্ত প্রোগ্রামে উপস্থাপনা করেন পার্থ দাস, ফিল্ড অর্গানাইজার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর ও এই প্রোগ্রামে সহযোগিতা করেন সদরপুর উপজেলার ফিল্ড অর্গানাইজার মো: মামুন রশিদ ও চুমুরদী ইউনিয়নের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্বেচ্ছাসেবক মনিকা আক্তার ও লাবনী আক্তার। অভিবাসীদের পুনরেকত্রীকরণের আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে ১৫ জন প্রতিযোগীকে নির্বাচন করে বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হয়।
৩ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
৬৩ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে
১৪১ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে
১৪২ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে
১৪৮ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে
১৬৫ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১৬৫ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৬৮ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে