বিগত কয়েক বছরের মধ্যে আজ ফরিদপুরে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে । মাঠঘাট তলিয়ে গেছে। এতে কৃষিসহ ও বিভিন্ন ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নিচু জমিতে থাকা পুকুর ও বিল তলিয়ে মাছ ভেসে যাচ্ছে বলে অনেক জানিয়েছে। এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজ বৃহস্পতিবার(৫ অক্টোবর)। গত ২৪ ঘণ্টায় ১২৯ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সারাদিনব্যাপী অবিরাম ভারি বৃষ্টিপাত হয়েছে। এখনও চলমান রয়েছে।
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,
দিনব্যাপী বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কৃষক- শ্রমিক, ভ্যান-রিকশাচালক, হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ। সকাল থেকেই জেলা শহরসহ বিভিন্ন স্থানে জরুরি কোনো কাজ ছাড়া বাসার বাইরে বা রাস্তায় বের হচ্ছে না সাধারণ মানুষ।
ফরিদপুর সদর উপজেলার দিনমজুর আব্দুল রহিম বলেন, সকাল থেকে প্রচুর বৃষ্টি নামছে। অন্যের জমিতে দিনমজুরের কাজ করে সংসার চালাই। দিন আনি দিন খাই। স্ত্রী ও চার ছেলেমেয়ে নিয়ে আজ কী খাবো সেটাই ভাবছি। আজকের দিনের বৃষ্টি এ বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হওয়াতে কাজ করতে পাচ্ছি না। হাতে তেমন টাকা-পয়সাও নেই।
এ বিষয়ে ফরিদপুরের আবহাওয়া অধিদপ্তরের অফিস সূত্রে জানা গেছে, আগামী দুই থেকে চার দিন কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোর থেকেই ফরিদপুরে অবিরাম বৃষ্টি হচ্ছে। সর্বশেষ বিকেল ৫টা পর্যন্ত ১২৯ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বছরের মধ্যে ফরিদপুর জেলায় আজকের বৃষ্টিপাতের রেকর্ড সর্বোচ্চ।
৩ দিন ১১ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬৩ দিন ৪ ঘন্টা ৮ মিনিট আগে
১৪১ দিন ১৬ ঘন্টা ২৬ মিনিট আগে
১৪২ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৪৮ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৬৫ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬৫ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৬৮ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে