ফরিদপুরের ভাঙ্গায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। তবে অপর পক্ষের দাবী আদালতের ১৪৪ ধারা উঠে যাওয়ায় জমি তে বেড়া দিয়েছি।
এমন ঘটনা ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা শিমুল বাজার এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালযাশা শিমুল বাজার এলাকায় পৈত্রিক ও ক্রয় সূত্রে সবর আলী গং ও মওলা গং দের পারিবারিক সম্পত্তি এস. এ এবং আর এস খতিয়ানে ৩৩ শতাংশ জমি ছিল পরে বিএস ক্ষতিয়ানে ৩৪ শতাংশ। সবর আলী জমির মালিক হন পৈত্রিক সূত্রে এবং তার চাচার থেকেও জমি ক্রয় করে নেন। এখন সেই জমি নিয়ে বিরোধ চলছে। এর আগে সবুর আলী ২ দফায় মাটি দিয়ে জমি ভরাট করেছেন। তবে এখন মওলা মাতুব্বর গং জমি দাবি করে বাসের বেড়া দেয়।
এই বিষয়ে সবুর আলী জানান, আমি পৈত্রিক সম্পত্তি এবং চাচার কাছ থেকে জমি ক্রয় করেছি। ২ দফায় মাটি ভরাট করেছি প্রথমে ৬০ হাজার টাকার মাটি কেটে আরা ভরি এর পরে ২ লাখ ৯০ হাজার টাকার মাটি কেটেছি। এই সম্পত্তি নিয়ে আদালতে মামলা রয়েছে। আমি ওদের বলেছি মামলা শেষে যাদের পক্ষে রায় যাবে তারা সম্পত্তি খাবে। ওরা আদালতের নির্দেশ মানে না। ওরা জোর করে বাঁশের বেড়া দিয়েছে।
এই বিষয়ে মওলা মাতুব্বর তার পরিবারের নিকট বক্তব্য চাইলে তারা কোন বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে ।
এই বিষয়ে স্থানীয় আব্বাস আলী মাতুব্বর জানান, সবর আলী আর মওলা মাতুব্বরের বাপ চাচারা দুই ভাই ছিলেন, তো ৩৩ শতাংশ জমির রেকর্ড হয় মওলা মাতুব্বরের বাবা সোনা মিয়া মাতুব্বরের নামে। সেখান থেকে সোনা মিয়া ১৯ শতাংশ জমি বিক্রি করেন সবর আলীর কাছে। এবং সোনা মিয়ার বোনের নামে ১১ শতাংশ জমি দেন। বাকী বাকী ৩ শতাংশ জমি নিয়ে বিরোধ। তবে এটা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এর মধ্যেই সবর আলী আমাকে জানায় জমি তে মামলা চলতেছে তারপরেও মওলারা বাশ গারতেছে। পরে আমি মওলাদের জিজ্ঞেস করলে বলে উকিল বলেছে আমাদের জমিতে যেতে তাই গেছি। পরে আমরা বলেছি কোর্ট থেকে রায় দিলে নথি নিয়ে আসবা যারা জমি পাবে আমরা সবাই মিলে তার জমি মেপে বুঝিয়ে দিব।
১ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬১ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে
১৪০ দিন ২ ঘন্টা ২৮ মিনিট আগে
১৪১ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে
১৪৬ দিন ১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৬৩ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৬৩ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৬৭ দিন ৪ মিনিট আগে